AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO New Rules: এই বছর একাধিক বদল, Provident Fund-এ কী কী পরিবর্তন দেখেছে দেশ?

EPFO, Provident Fund: ডিজিটাল পরিষেবা ও মসৃণ পরিষেবা দেওয়ার জন্যই একাধিক পরিবর্তন নিয়ে এসেছে ইপিএফও। এ ছাড়াও প্রায় ৭ কোটি সদস্যকে দারুণ পরিষেবা দিতেও বদ্ধপরিকর তারা।

EPFO New Rules: এই বছর একাধিক বদল, Provident Fund-এ কী কী পরিবর্তন দেখেছে দেশ?
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Aug 26, 2025 | 5:07 PM
Share

২০২৫ সালে দারুণ কিছু পরিবর্তন দেখেছে প্রভিডেন্ট ফান্ড। Employees Provident Fund Organisation বা ইপিএফও-র বেশি কিছু সংস্কারের কারণে সমস্যায় পড়তে পারেন অনেকেই। যদিও ডিজিটাল পরিষেবা ও মসৃণ পরিষেবা দেওয়ার জন্যই এই সব পরিবর্তন নিয়ে এসেছে ইপিএফও। এ ছাড়াও ইপিএফওর প্রায় ৭ কোটি সদস্যকে দারুণ পরিষেবা দিতেও বদ্ধপরিকর তারা।

২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে চালু হওয়া নতুন নিয়মের অধীনে চাকরি বদল করলেও প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স ট্রান্সফার করতে হবে না। শুধুমাত্র ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকলেই হবে।

এই বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা CPPS পেনশন দেওয়ার পদ্ধতিকে সহজতর করবে। পেনশনভোগীরা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর মাধ্যমে দেশের যে কোনও ব্যাঙ্কে পেনশন পেতে পারেন।

১ অগস্টের পর সকল ইপিএফও সদস্যকে ইউএএন তৈরি ও তা আপডেট করতে হবে। সেই আপডেটে আধারের সঙ্গে যাতে অথেন্টিকেশনে যাতে সমস্যা না হয়, সেই কারণে উমঙ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করতে হবে। আর এর ফলে পিএফ অ্যাকাউন্ট আরও সুরক্ষিত হয়ে যাবে।

আগামীতে প্রভিডেন্ট ফান্ডের টাকা এটিএমের মাধ্যমে তোলা যাবে বলেই আশা করছেন ইপিএফও সদস্যরা। এ ছাড়াও ইউপিআই পেমেন্টও চালু হবে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার জন্য।