AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: জুন থেকেই EPFO-তে আসছে বিরাট পরিবর্তন, টাকা তোলার ঝক্কিই থাকবে না আর…

EPFO Update: কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, নতুন পিএফ প্ল্য়াটফর্মে ৯ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবে। এতে ডিজিটাল সংশোধনের মতো সুবিধা পাওয়া যাবে। সবথেকে বড় সুবিধা হল, এবার থেকে পিএফের টাকা এটিএম থেকেই তোলা যাবে।

EPFO: জুন থেকেই EPFO-তে আসছে বিরাট পরিবর্তন, টাকা তোলার ঝক্কিই থাকবে না আর...
ফাইল ছবি।
| Updated on: May 29, 2025 | 1:10 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়স্থল হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও। শীঘ্রই আসতে চলেছে পিএফ-র নতুন ভার্সন ইপিএফও ৩.০। গত মাসেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন যে মে থেকে জুন মাসের মধ্যেই ইপিএফও-র এই নতুন ভার্সন চালু হবে। শোনা যাচ্ছে, জুন মাস থেকেই এই পরিষেবা চালু হতে পারে। কী কী সুবিধা পাওয়া যাবে নতুন মোড়কের পিএফে?

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, নতুন পিএফ প্ল্য়াটফর্মে ৯ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবে। এতে ডিজিটাল সংশোধনের মতো সুবিধা পাওয়া যাবে। সবথেকে বড় সুবিধা হল, এবার থেকে পিএফের টাকা এটিএম থেকেই তোলা যাবে।

১. পিএফ তোলার প্রক্রিয়া সহজ এবং দ্রুত হবে-

ইপিএফও-র নতুন ভার্সনে টাকা তোলার পদ্ধতি আরও সহজ হবে। ম্যানুয়াল কাজের প্রয়োজন হবে না, অটোমেটিক আপডেট হবে।

২. এটিএম থেকে টাকা তোলা:

পিএফের টাকা তোলার জন্য এত ঝক্কি পোহাতে হবে না। এবার থেকে পিএফের আবেদন অনুমোদিত হয়ে গেলেই এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে। এর জন্য আলাদা এটিএম কার্ড দেওয়া হবে।

৩. ডিজিটাল সংশোধন:

পিএফের অ্যাকাউন্টে কোনও সমস্যা হলে, আর সরকারি অফিসে ছোটাছুটির দরকার নেই। আপনি ঘরে বসেই অনলাইনে আপনার অ্যাকাউন্টের ডিটেইল সংশোধন করতে পারবেন। আলাদা করে ফর্ম পূরণের ঝামেলাও থাকবে না।

৪. সামাজিক প্রকল্প একত্রিকরণ:

ইপিএফও-তে এবার থেকে অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনার মতো সামাজিক  প্রকল্পগুলিকে এক ছাতার তলায় আনা হবে। এতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও পেনশনের মতো সুবিধা পাবেন।

৫. ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন:

এবার থেকে ইপিএফও পোর্টালে লগ ইনের ক্ষেত্রে নাম, পাসওয়ার্ডের মতো একাধিক ঝক্কি পোহাতে হবে না। ওটিপি (OTP) দিয়েই লগ ইন করা যাবে।