আপনার Aadhaar Card থাকলেও তা দিয়ে কোনও কাজ হবে না, যদি না এই কাজটা করা থাকে!
UIDAI: আধার কার্ড থাকলেই যে আপনি সব সুবিধা পাবেন এমন নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই জানাচ্ছে, যাঁদের আধার কার্ড ১০ বছরের পুরনো তাঁরা বিপদে পড়তেই পারেন।

বর্তমানে আধার কার্ড ছাড়া কোনও কাজই হয় না। এই কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়, এমন নয়। আধার কার্ড ছাড়া আজকের দিনে বাচ্চার স্কুলে ভর্তি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ড তৈরি, কিছুই হবে না। অন্যান্য পরিচয়পত্রের তুলনয় আধার কার্ড অনেক বেশি গ্রহণযোগ্য।
কিন্তু এই আধার কার্ড থাকলেই যে আপনি সব সুবিধা পাবেন এমন নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই জানাচ্ছে, যাঁদের আধার কার্ড ১০ বছরের পুরনো তাঁরা বিপদে পড়তেই পারেন। আর সেই বিপদ থেকে বাঁচতে নিয়মিত আপডেট করান আপনার আধার কার্ড।
অনেক ক্ষেত্রে আধার কার্ডের বিভিন্ন তথ্যে ছোটখাটো ভুল থেকে যায়। আর সেই সব ভুল থাকলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন আপনিও। এ ছাড়াও আধার কার্ডে একটা নির্দিষ্ট সময় অন্তর হাতের ছাপ ও চোখের রেটিনার ছবিও আপডেট করাতে হয়। নাহলে সমস্যায় পড়তে পারেন ব্যাঙ্কের লেনদেন করার সময়। সমস্যা হতে পারে আধার কার্ড বেসড অন্যান্য কাজের সময়ও।
আর এই সব ধরণের সমস্যা থেকে বাঁচতে সবার আগে নিজের আধার কার্ড আপডেট করান। শুধু নিজের না, নিজের সন্তানের বয়স ৫ হলে আপডেট করান। তারপর তার বয়স ১৫ পেরিয়ে গেলে আবারও আপডেট করান তার আধার কার্ড।
