Exchange Traded Fund: লিক্যুইডিটি কী, ETF-এ লিক্যুইডিটি বেশি নাকি কম?

Dec 19, 2024 | 6:57 PM

ETF: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে লিক্যুইডিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে যেখানে বিনিয়োগ করা হচ্ছে সেখান থেকে প্রয়োজনে টাকা তুলে নেওয়া যাবে কি না। আর এটাকেই সহজে বলে লিক্যুইডিটি।

Follow Us

বিনিয়োগের ক্ষেত্রে সেই বিকল্পগুলোকে ভাল হিসাবে বিবেচনা করা হয় যেগুলোর লিক্যুইডিটি বেশি রয়েছে। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে লিক্যুইডিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে যেখানে বিনিয়োগ করা হচ্ছে সেখান থেকে প্রয়োজনে টাকা তুলে নেওয়া যাবে কি না। আর এটাকেই সহজে বলে লিক্যুইডিটি। অর্থাৎ, যেখানে বিনিয়োগকারীর যখন খুশি বিনিয়োগ করার ও সেই বিনিয়োগ থেকে বেরিয়ে আসার স্বাধীনতা রয়েছে, সেই বিনিয়োগেই লিক্যুইডিটি বেশি। আর এই লিক্যুইডিটির প্রশ্নে ইটিএফ একটি ভাল বিকল্প।

ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল এক ধরণের মিউচ্যুয়াল ফান্ড যা সাধারণত স্টক মার্কেটের একটি সূচক বা সেক্টরকে ট্র্যাক করে। স্টক যেভাবে বিকিকিনি হয়, ইটিএফও একইভাবে মার্কেটে কেনাবেচা হয়। আর সেইভাবেই বিনিয়োগকারীরা ইটিএফ ইউনিট ক্রয় ও বিক্রয় করতে পারবেন। ইটিএফে বিনিয়োগের জন্য ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট একটি অবশ্য প্রয়োজনীয় বিষয়। আর বিনিয়োগ কতটা ভাল, সেটা বোঝার জন্য লিক্যুইডিটিও একটি পরিমাপ।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

বিনিয়োগের ক্ষেত্রে সেই বিকল্পগুলোকে ভাল হিসাবে বিবেচনা করা হয় যেগুলোর লিক্যুইডিটি বেশি রয়েছে। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে লিক্যুইডিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে যেখানে বিনিয়োগ করা হচ্ছে সেখান থেকে প্রয়োজনে টাকা তুলে নেওয়া যাবে কি না। আর এটাকেই সহজে বলে লিক্যুইডিটি। অর্থাৎ, যেখানে বিনিয়োগকারীর যখন খুশি বিনিয়োগ করার ও সেই বিনিয়োগ থেকে বেরিয়ে আসার স্বাধীনতা রয়েছে, সেই বিনিয়োগেই লিক্যুইডিটি বেশি। আর এই লিক্যুইডিটির প্রশ্নে ইটিএফ একটি ভাল বিকল্প।

ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল এক ধরণের মিউচ্যুয়াল ফান্ড যা সাধারণত স্টক মার্কেটের একটি সূচক বা সেক্টরকে ট্র্যাক করে। স্টক যেভাবে বিকিকিনি হয়, ইটিএফও একইভাবে মার্কেটে কেনাবেচা হয়। আর সেইভাবেই বিনিয়োগকারীরা ইটিএফ ইউনিট ক্রয় ও বিক্রয় করতে পারবেন। ইটিএফে বিনিয়োগের জন্য ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট একটি অবশ্য প্রয়োজনীয় বিষয়। আর বিনিয়োগ কতটা ভাল, সেটা বোঝার জন্য লিক্যুইডিটিও একটি পরিমাপ।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Next Article