Explained, Share Market Crisis: ‘রক্ত নদীর ধারা’ বয়েছে ২০০৮-এ, দালাল স্ট্রিটের সেই ইতিহাসের সাক্ষী থাকবে ২০২৫-ও?
History of 2008 Will Repeat?: সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। তাঁদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ফিরতে চলেছে ২০০৮-এর স্মৃতি?

গত সেপ্টেম্বর থেকে পড়েই চলেছে ভারতের বাজার। গত ২ বছরের মধ্যে দালাল স্ট্রিট সবচেয়ে দীর্ঘতম পতন দেখেছে ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই। হুড়মুড়িয়ে পড়েছে দেশের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স। আর তারপরই অনেক বিনিয়োগকারীর মনেই ফিরে ফিরে আসছে ১৬ বছর আগের আতঙ্কের কথা। বিশ্বের বাজার এই শতকের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল আজ থেকে ১৬ বছর আগে। ২০০৮-এ একেবারে ধসে গিয়েছিল শেয়ার বাজার। শুধুমাত্র সংখ্যা দিয়ে বা কোনও অর্থনৈতিক পদ্ধতিতে সেই ক্ষতির পরিমাপ করতে যাওয়া বোকামি। ওই বছর যে কত মানুষের চাকরি গিয়েছে, কত মানুষের বাড়ি গিয়েছে আবার কত মানুষের জমানো পুঁজির শেষ বিন্দুটুকুও খরচ হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। ২০০৮-এর...





