
সেপ্টেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ, ৪ মাসে নিফটি ৫০ পড়েছে প্রায় ১৩ শতাংশ। এই একই সময়ের ব্যবধানে সেনসেক্স পড়েছে ১২.২০ শতাংশ। অন্যদিকে, নিফটি স্মল ক্যাপ ২৫০ সূচক পড়েছে ১৮ শতাংশের বেশি। এই পতনের কারণে প্যানিক দেখা গিয়েছে খুচরো বিনিয়োগকারীদের মধ্যেও। শুধু স্টক মার্কেটে নয়, প্যানিকের বশবর্তী হয়ে মিউচুয়াল ফান্ড থেকেও বিনিয়োগ তুলে নিয়েছেন অনেকেই। মিউচুয়াল ফান্ড কী? মিউচুয়াল ফান্ড এমন একটি তহবিল যা একাধিক বিনিয়োগকারীর থেকে অর্থ সংগ্রহ করে স্টক বা বন্ড বা অন্য কোনও মাধ্যমে বিনিয়োগ করে। মিউচুয়াল ফান্ড সাধারণত এক বা একাধিক ফান্ড ম্যানেজার মাধ্যমে পরিচালিত হয়। শেয়ার...