Explained: পেন্ডুলামের মতো কেন দোলে শেয়ার বাজার?
Stock Market: হাওয়ার্ড মার্কস বাজারের মনস্তত্ত্বকে একটি পেন্ডুলামের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, এই পেন্ডুলাম আসলে অতিরিক্ত আশাবাদ ও অতিরিক্ত হতাশার মধ্যে দোল খায়।

বাজারের অধঃগতি বিনিয়োগকারীদের অনেক কিছু শিক্ষা দেয়। এর মধ্যে যেমন রয়েছে বাজারের মনস্তত্ত্ব তেমনই রয়েছে বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব। করোনা অতিমারির পর অনেক খুচরো বিনিয়োগকারী ভারতের বাজারে বিনিয়োগ শুরু করেন। ফলে, তারা বাজারের হঠাৎ পতন কখনও সেভাবে দেখেননি। সেই কারণেই, সেপ্টেম্বরের পর থেকে বাজারের ক্রমাগত পতনে অনেক বিনিয়োগকারীই ‘সব শেষ হয়ে গেল’ ভেবে বাজার থেকে বেরিয়ে যেতে চাইছেন। ওকট্রি ক্যাপিটালের সহ প্রতিষ্ঠাতা হাওয়ার্ড মার্কস বাজারের এই মনস্তত্ত্বকে একটি পেন্ডুলামের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন, এই পেন্ডুলাম আসলে অতিরিক্ত আশাবাদ ও অতিরিক্ত হতাশার মধ্যে দোল খায়। আর এই দোলন প্রক্রিয়ার মনস্তত্ত্ব বোঝা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন্ডুলাম মনস্তত্ত্ব: মূল বক্তব্য ১. বাজার আবেগের মাধ্যমে নিয়ন্ত্রিয় হয়: নতুন বা পুরাতন,...
