AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Axis Bank: অ্যাক্সিস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে কোন ক্ষেত্রে কত ফি নেয় জানেন

ব্যাঙ্কে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম হল আরটিজিএস। অনলাইনে আরটিজিএস করলে অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের কোনও চার্জ দিতে হয় না। তবে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে আরটিজিএস করলে ২ থেকে ৫ লক্ষ টাকা লেনদেন জন্য ২০ টাকা ফি এবং ৫ লক্ষের অধিক অঙ্কের লেনদেনের জন্য ৪৫ টাকা ফি দিতে হয়।

Axis Bank: অ্যাক্সিস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে কোন ক্ষেত্রে কত ফি নেয় জানেন
অ্যাক্সিস ব্যাঙ্কImage Credit: facebook
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 7:00 AM
Share

নয়াদিল্লি: দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন হয়। এই সব আর্থিক লেনদেনের মধ্যে বেশ কিছু লেনদেনের জন্য ব্যাঙ্ককে কোনও চার্জ দিতে হয় না। আবার এমন কিছু লেনদেন আছে যার জন্য ফি নেয় ব্যাঙ্ক। এই প্রতিবেদনে এ রকমই কিছু ব্যাঙ্কিং ফি-এর বিষয়ে আলোচনা করা হবে। অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের নিরিখে এই ফি-এর বিষয়টি উল্লেখিত হবে।

অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনাকে ন্যূনতম একটি টাকার অঙ্ক জমা দিতে হবে। তবে কোন এলাকার ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছেন তার উপর নির্ভর করে কত টাকা জমা রাখতে হবে। মেট্রো শহরের ব্রাঞ্চের অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১৬ হাজার টাকা জমা দিতে হবে। আর্বান এলাকার জন্য এই মাত্রা ১৫ হাজার, সেমি আর্বান এলাকার জন্য ৬ হাজার এবং রুরাল এলাকার জন্য ৩ হাজার টাকা জমা দিতে হবে। অ্যাকাউন্ট খুলে ফেললেই হল না। অ্যাকাউন্ট খুললে সেখানে ন্যূনমত একটি ব্যালেন্স বজায় রাখতে হয়, নাহলে চার্জ কাটে ব্যাঙ্ক। মেট্রো এলাকার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১২ হাজার, আর্বান এলাকায় ১২ হাজার, সেমি আর্বান এলাকায় ৫ হাজার এবং রুরাল এলাকায় আড়াই হাজার টাকা মাসিক গড় ব্যালেন্স রাখতে হবে।

ব্যাঙ্কে টাকা লেনদেনের অন্যতম মাধ্যম হল আরটিজিএস। অনলাইনে আরটিজিএস করলে অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের কোনও চার্জ দিতে হয় না। তবে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে আরটিজিএস করলে ২ থেকে ৫ লক্ষ টাকা লেনদেন জন্য ২০ টাকা ফি এবং ৫ লক্ষের অধিক অঙ্কের লেনদেনের জন্য ৪৫ টাকা ফি দিতে হয়। অনলাইনে এনইএফটি-ও বিনামূল্য করতে দেয় অ্যাক্সিস ব্যাঙ্ক। তবে ব্রাঞ্চে গিয়ে এনইএফটি করলে চার্জ লাগে। ১০ হাজার টাকা অবধি ২ টাকা। ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা অবধি ৪ টাকা, এক লক্ষ থেকে ২ লক্ষের জন্য ১৪ টাকা এবং ২ লক্ষের বেশির জন্য ২৪ টাকা দিতে হয়। অপর দিকে আইএমপিএস-এর জন্য সবসময়ই চার্জ লাগে। ১ হাজার টাকা অবধি ২.৫০ টাকা, ১ হাজার থেকে ১ লক্ষ টাকা অবধি ৫ টাকা এবং ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার লেনদেনের জন্য প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ দিতে হয়।

এটিএম-এ লেনদেনের বিষয়েও বেশ কিছু নিয়ম রয়েছে। আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে মাসে পাঁচ বার বিনামূল্যে লেনদেন করতে পারেন। অ্যাক্সিস ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএমে মাসে তিন বার বিনামূল্যে লেনদেন করা যায়। তার পর লেনদেন করলে প্রতি লেনদেনের জন্য ২১ টাকা ফি দিতে হয়।