Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCS Rules: এক লাফে ১৫ শতাংশ বাড়ছে বিদেশ থেকে পাঠানো অর্থের উপরে কর, কবে থেকে চালু হবে নতুন নিয়ম?

Finance Ministry: এলআরএসের অধীনে টিসিএসের রেটে কোনও পরিবর্তন হবে না। বিদেশ ভ্রমণের জন্য প্যাকেজ ট্যুরের ক্ষেত্রেও টিসিএসের রেট বাড়বে না, তা সে যে মাধ্যমেই পেমেন্ট করা হোক না কেন।

TCS Rules: এক লাফে ১৫ শতাংশ বাড়ছে বিদেশ থেকে পাঠানো অর্থের উপরে কর, কবে থেকে চালু হবে নতুন নিয়ম?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 7:10 AM

নয়া দিল্লি: বদলে যাচ্ছে কর সংগ্রহের নিয়ম। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ট্যাক্স কালেকশন অ্য়াট সোর্স (Tax Collection at Source) বা টিসিএসের নিয়মে বদল আনা হচ্ছে। জুলাই মাস থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা থাকলেও, কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে টিসিএস সংগ্রহের নতুন রেট বা হার। বিদেশ থেকে যে টাকা পাঠানো হয়, তার উপরেই এই টিসিএস বসে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “১ জুলাই থেকে টিসিএসের হার বৃদ্ধি হওয়ার কথা ছিল, তা ২০২৩ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর অবধি পুরনো রেটই কার্যকর থাকবে।”

জানানো হয়েছে, এলআরএসের অধীনে টিসিএসের রেটে কোনও পরিবর্তন হবে না। বিদেশ ভ্রমণের জন্য প্যাকেজ ট্যুরের ক্ষেত্রেও টিসিএসের রেট বাড়বে না, তা সে যে মাধ্যমেই পেমেন্ট করা হোক না কেন। যাদের বার্ষিক আয় ৭ লক্ষ টাকা অবধি, তাদেরও টিসিএস থেকে কর ছাড় দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে বিদেশে ক্রেডিট কার্ডে খরচের উপরেও টিসিএস দিতে হবে না।

কখন কার্যকর হবে টিসিএস?

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭ লক্ষ টাকার উর্ধ্বে এলআরএস পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত টিসিএস দিতে হবে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটেই এলআরএসের অধীনে টিসিএসের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাজেটেই এলআরএসের ক্ষেত্রে ৭ লক্ষ টাকার আয়ের উর্ধ্বসীমার উপরে টিসিএস তুলে নেওয়া হয়।