Paytm: প্রত্যাবর্তনের নতুন সংজ্ঞা লিখছে পেটিএম, তৃতীয় ত্রৈমাসিকের খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
Paytm: এই সময়ের মধ্যে ইএসওপি বাদ দিয়ে পেটিএমের কর পূর্ববর্তী আয় ৮১ কোটি টাকা। এর মধ্যে ৭০ কোটি টাকা ইউপিআই ইনসেনটিভ। অর্থাৎ, ইনসেনটিভ বাদে কর পূর্ববর্তী আয় দাঁড়িয়েছে ১১ কোটি টাকা। হিসাব বলছে এই বিষয়ে আগের ত্রৈমাসিকের তুলনায় ৫১ কোটি টাকার বৃদ্ধি।

২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দারুণ আর্থিক প্রত্যাবর্তন দেখিয়েছে ভারতের ফিনটেক সংস্থা পেটিএম। কোম্পানির মোট আয় ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১১ কোটি টাকা।
এই সময়ের মধ্যে ইএসওপি বাদ দিয়ে পেটিএমের কর পূর্ববর্তী আয় ৮১ কোটি টাকা। এর মধ্যে ৭০ কোটি টাকা ইউপিআই ইনসেনটিভ। অর্থাৎ, ইনসেনটিভ বাদে কর পূর্ববর্তী আয় দাঁড়িয়েছে ১১ কোটি টাকা। হিসাব বলছে এই বিষয়ে আগের ত্রৈমাসিকের তুলনায় ৫১ কোটি টাকার বৃদ্ধি।
এককালীন ব্যয় বাদ দিয়ে সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি টাকা। ইউপিআই ইনসেনটিভ ও ব্যতিক্রমী খরচ বাদ দিলে মুনাফা পৌঁছে গিয়েছে ৯৩ কোটি টাকায়। যা এই ত্রৈমাসিকে ১১৫ কোটি টাকার মুনাফা বৃদ্ধির গল্প বলে।
শেষ ত্রৈমাসিকে পেটিএমের মাধ্যমে বিক্রি হওয়া পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি পেয়েছে। তা বেড়ে হয়েছে ৫ লাখ ১০ হাজার কোটি টাকা এবং পেটিএমের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লক্ষে। শেষ ত্রৈমাসিকে বেড়েছে মার্চেন্ট ডিভাইস ব্যবহারকারীর সংখ্যাও। ৮ লাখ বেড়ে এই সংখ্যা পৌঁছে গিয়েছে ১ কোটি ২৪ লক্ষে।
সংস্থা জানিয়েছে, তাদের লিকুইডিটি অর্থাৎ হাতে মোট নগদ রয়েছে ১২,৮০৯ কোটি টাকা। যা ভবিষ্যতে সংস্থার সম্প্রসারণে সহায়ক হবে।
পেটিএমের উদ্ভাবনের মধ্যে রয়েছে দেশের প্রথম ‘সোলার সাউন্ডবক্স’ ও ‘মহাকুম্ভ সাউন্ডবক্স’, যা মার্চেন্ট সাউন্ডবক্সের ক্ষেত্রে তাদের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে।

