AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Mitra: বিমায় ১০০ শতাংশ FDI, বড় ষড়যন্ত্রের গন্ধ পেলেন অমিত মিত্র

Amit Mitra: বিমায় ১০০ শতাংশ এফডিআই নিয়ে অমিত মিত্র বলেন, "বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হবে। আর সাধারণ মানুষ ১৮ শতাংশ জিএসটি দেবেন। এই দুটোর মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? কারা লাভবান হবেন?"

Amit Mitra: বিমায় ১০০ শতাংশ FDI, বড় ষড়যন্ত্রের গন্ধ পেলেন অমিত মিত্র
বিমায় ১০০ শতাংশ এফডিআইয়ের সমালোচনা করলেন অমিত মিত্র
| Edited By: | Updated on: Feb 01, 2025 | 7:06 PM
Share

কলকাতা: বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) সীমা বেড়ে হচ্ছে ১০০ শতাংশ। শনিবার বাজেট পেশের সময় একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০৪৭ সালের মধ্যে দেশের সকলের জন্য বিমার লক্ষ্য পূরণে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু, বিমায় ১০০ শতাংশ এফডিআই নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বিমান ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার না করে ১০০ শতাংশ এফডিআই অনুমোদনের পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি।

এদিন তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। বাজেটে পেশের সময় বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। আগে বিমান সর্বোচ্চ ৭৪ শতাংশ এফডিআই ছিল। সেই সীমা বাড়িয়ে ১০০ শতাংশ করার কথা ঘোষণা করেন নির্মলা।

বিমায় জিএসটি প্রত্যাহারের যখন দাবি উঠছে, তখন ১০০ শতাংশ এফডিআই কেন, সেই নিয়ে প্রশ্ন তুললেন অমিত মিত্র। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “স্বাস্থ্য বিমার উপর ১৮ শতাংশ জিএসটি লাগু করেছে কেন্দ্র। আমাদের রাজ্য এই জিএসটি তুলে দেওয়ার দাবি জানিয়েছে। কারণ, স্বাস্থ্য বিমায় জিএসটির ফলে সাধারণ মানুষের বোঝা বেড়েছে। কিন্তু,জিএসটি তুলে দেওয়ার দাবি খারিজ করেছে কেন্দ্র। এখানেই প্রশ্ন উঠেছে। কোনও কি ষড়যন্ত্র চলছে? বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হবে। আর সাধারণ মানুষ ১৮ শতাংশ জিএসটি দেবেন। এই দুটোর মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? কারা লাভবান হবেন? আপনারাই ভেবে দেখুন।”

অমিত মিত্র এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ বিষয়ে বিশেষ উপদেষ্টা। শুধু বিমায় ১০০ শতাংশ এফডিআই নিয়েই নয়, সমগ্র বাজেটের তীব্র সমালোচনা করলেন তিনি। এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।