AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ থেকে এই Android ও Apple-র ফোনে কাজ করবে না WhatsApp! জেনে নিন কারণ

WhatsApp Update: মেটার অধীনস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা জানিয়েছে, আজ, ১ জুন থেকে একাধিক অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

আজ থেকে এই Android ও Apple-র ফোনে কাজ করবে না WhatsApp! জেনে নিন কারণ
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Jun 01, 2025 | 2:13 PM
Share

নয়া দিল্লি: হোয়াটসঅ্যাপ এখন ব্যবহার করেন সকলেই। অফিসের কাজ থেকে ব্যক্তিগত কাজ, সবেতেই হোয়াটসঅ্যাপ দরকার। তবে আজ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করবে না একাধিক ফোনে। মেটা (Meta)-র তরফেই এই নির্দেশ এসেছে।

মেটার অধীনস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা জানিয়েছে, আজ, ১ জুন থেকে একাধিক অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

মেটা জানিয়েছে, পুরনো ভার্সনের আইওএস ও অ্য়ান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় সিকিউরিটি আপডেট সাপোর্ট করে  না। সেই কারণে অ্যান্ড্রয়েড ৫.০ এবং আইওএস ১৫ ভার্সনের যে মোবাইলগুলি রয়েছে, তাতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

কোন কোন ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ?

আইফোনের ক্ষেত্রে এই মডেলগুলিতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। এগুলি হল-

  • iPhone 5s
  • iPhone 6
  • iPhone 6 Plus
  • iPhone 6s
  • iPhone 6s Plus
  • iPhone SE (1st gen)

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে-

  • Samsung Galaxy S4
  • Samsung Galaxy Note 3
  • Sony Zperia Z1
  • LG G2
  • Huawei Ascend P6
  • Moto G (1st Gen)
  • Motorola Razr HD
  • Moto E 2014

এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। তবে যদি কেউ সিস্টেম আপগ্রেড করাতে পারেন, অর্থাৎ আইওএস ১৫.১ বা অ্যান্ড্রয়েড ৫.১ -এ আপগ্রেড করতে পারেন, তবে ফের হোয়াটসঅ্যাপ কাজ করবে।