সর্বোচ্চ ১০৯ টাকা ৬৭ পয়সা, লাফিয়ে বাড়ছে পেট্রলের দাম

সুমন মহাপাত্র

সুমন মহাপাত্র |

Updated on: Jun 27, 2021 | 2:43 PM

Petrol-Diesel Price Hike: দেশে পেট্রলের দাম সবচেয়ে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রলের বর্তমান দাম ১০৯ টাকা ৬৭ পয়সা প্রতি লিটার।

সর্বোচ্চ ১০৯ টাকা ৬৭ পয়সা, লাফিয়ে বাড়ছে পেট্রলের দাম
ফাইল চিত্র

Follow us on

নয়া দিল্লি: ফের দাম বাড়ল তরল সোনার। যার ফলে এখন পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম দেশে সবচেয়ে বেশি। দিল্লিতে রবিবার ফের পেট্রলে দাম বেড়েছে লিটারপ্রতি ৩৫ পয়সা, ডিজেলে দাম বেড়েছে লিটার প্রতি ২৫ পয়সা। যার ফলে দিল্লিতে এখন ১লিটার পেট্রলের জন্য দিতে হচ্ছে ৯৮ টাকা ৪৬ পয়সা। ১ লিটার ডিজেলের জন্য দিতে হচ্ছে ৮৮ টাকা ৯০ পয়সা। মধ্য প্রদেশের অনুপ্পুরে ডিজেল সেঞ্চুরি পার করে এখন লিটার প্রতি ১০০ টাকা ২ পয়সায় বিকোচ্ছে। সেখানে ১ লিটার পেট্রলের দাম ১০৯ টাকা ২ পয়সা।

কলকাতায় রবিবার লিটার প্রতি পেট্রলের দাম ৯৮ টাকা ৩০ পয়সা, ১ লিটার ডিজেলের দাম হয়েছে ৯১ টাকা ৭৫ পয়সা। মুম্বইতে ১ লিটার পেট্রলের দাম ১০৪ টাকা ৫৬ পয়সা, ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা ৪২ পয়সা প্রতি লিটারে। চেন্নাইতেও ১০০ ছুঁইছুঁই পেট্রল। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৪৯ পয়সা। ১ লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ৪৬ পয়সা। বেঙ্গালুরুতে ১ লিটার পেট্রলের দাম ১০১ টাকা ৭৫ পয়সা। ১ লিটার ডিজেলের দাম ৯৪ টাকা ২৫ পয়সা। হায়দরাবাদে ১ লিটার পেট্রলের দাম ১০২ টাকা ৩২ পয়সা, ১ লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৯০ পয়সা।

আরও পড়ুন: বিশ্লেষণ: ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?

দেশে পেট্রলের দাম সবচেয়ে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রলের বর্তমান দাম ১০৯ টাকা ৬৭ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম ১০২ টাকা ১২ পয়সা প্রতি লিটার। মধ্য প্রদেশের রেবা জেলায় ১ লিটার পেট্রলের দাম হয়েছে ১০৮ টাকা ৯৩ পয়সা। ডিজেলের দাম ৯৯.৬৯ টাকা প্রতি লিটার। এ ছাড়াও ম্যাঙ্গালোর, পটনা, তিরুবনন্তপুরম, লেহ, নাগপুর, থানে, কোলহাপুর, পুণে, নবি মুম্বই, জয়শলমের, ইন্দোর, ভোপাল, নাসিক-সহ একাধিক জায়গায় ১০০ পার করেছে পেট্রল।

আরও পড়ুন: PPF: টাকা ফেরৎ পাওয়ার ক্ষেত্রে কোন কোন শর্ত জেনে রাখা জরুরি?

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla