AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Insurance Scheme: মাত্র ৫০০ টাকার বিনিময়ে পান ১ কোটির বিমা, দেখুন কীভাবে

TV9 Bangla Digital

| Edited By: অরিজিৎ দে

Updated on: Apr 23, 2022 | 8:37 PM

Share

Term insurance: আসলে বিমার টাকার পরিমাণ তিনটি জিনিসের ওপর নির্ভর করে- দায়িত্ব, প্রয়োজন ও আর্থিক লক্ষ্য। কেউ যদি সদ্য কর্ম জীবনে পা রেখে থাকেন তাঁর মাথায় কোনও দায়িত্ব না থাকে তবে, ১ কোটি টাকার বিমার কোনও প্রয়োজন হয়না।

ভবিষ্যতের কথা মাথায় রেখেই অনেকেই বিমা করেন। বিমা (Life Insurance) করলে শুধু যে ভবিষ্যত সুরক্ষিত হবে এমনটা নয়, বরং দুর্ঘটনার মৃত্যু হলেও মিলবে অনেক আর্থিক সুযোগ সুবিধা। এলআইসি যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তাই সেখানে বিমা করলে নিরাপত্তাও সুনিশ্চিত হয়। অনেকে আবার বেসরকারি সংস্থাতেও টার্ম ইনসিওরেন্স করেন। অনেকেই জানেন ভবিষ্যত সুরক্ষিত করতে টার্ম ইনসিওরেন্স (Term Insurance) করা অনেকটাই জরুরি। অনেক সময় দেখা যায় বিমার এজেন্ট ৪০০ বা ৫০০ টাকার মাসিক কিস্তিতে ১ কোটি টাকার টার্ম ইনসিওরেন্স আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার কথা বলে থাকেন। এমনটা হলে খুব সাবধান। নিজেকে প্রশ্ন করুন, আপনার সত্যি কি ১ কোটি টাকার বিমার প্রয়োজন? আসলে এই সবই বিমা সংস্থা গুলির ব্যবসায়িক কৌশল।

আসলে বিমার টাকার পরিমাণ তিনটি জিনিসের ওপর নির্ভর করে- দায়িত্ব, প্রয়োজন ও আর্থিক লক্ষ্য। কেউ যদি সদ্য কর্ম জীবনে পা রেখে থাকেন তাঁর মাথায় কোনও দায়িত্ব না থাকে তবে, ১ কোটি টাকার বিমার কোনও প্রয়োজন হয়না। কিন্তু সন্তান থাকা কোনও বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে ১ কোটি টাকার বিমা কম পড়ে যাবে। তাই দুক্ষেত্রেই টার্ম ইনসিওরেন্স অপ্রয়োজনীয়। টার্ম ইনসিওরেন্স দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় বাড়তে থাকা মুদ্রাস্ফীতির কারণে ১ কোটির টাকার মূল্য কী দাঁড়াবে তা এখনও বোঝা মুশকিল। ৫ শতাংশ হারে যদি মূল্যবৃদ্ধি হয় তবে ৩০ বছর পর ১ কোটি টাকা মূল্য হবে ২৩ লক্ষ টাকা। টার্ম ইনসিওরেন্সের অঙ্ক তাই প্রয়োজন অনুযায়ী স্থির করুন। বিস্তারিত জানতে ভিডিয়োটি দেখুন।

আরও পড়ুন Rajnath Singh: ‘সীমান্ত অতিক্রম করতে দ্বিধা করব না, যদি…’, নাম না করে কাদের নিশানা করলেন প্রতিরক্ষা মন্ত্রী?

আরও পড়ুন Tamil Nadu Assault Case: যৌন লালসার শিকার! ধর্ষণের পর গর্ভবতী ১৭ বছরের নাবালিকা, গ্রেফতার ১২ বছরের কিশোর