Mutual Fund: অল্প বিনিয়োগেই ঘরে তুলুন বড় লাভ, দেখে নিন ২০২৩ সালের সেরা ৫ মিউচুয়াল ফান্ড

Mutual Fund: তালিকাতেই রয়েছে Axis Midcap Fund Direct Plan। এই ফান্ডটিও লাভের নিরিখে বিগত কয়েক মাস ধরে ভাল ফল দিয়ে আসছে। এই মিউচুয়াল ফান্ডটিরও রয়েছে ৫ স্টার রেটিং।

Mutual Fund: অল্প বিনিয়োগেই ঘরে তুলুন বড় লাভ, দেখে নিন ২০২৩ সালের সেরা ৫ মিউচুয়াল ফান্ড
এক নজরে সেরা কিছু মিউচুয়াল ফান্ড Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 8:20 AM

কলকাতা: বাড়তি উপার্জনের আশায় বর্তমানে অনেকেই শেয়ার মার্কেটের (Share Market) পাশাপাশি মিউচুয়াল ফান্ডেও (Mutual Fund) বিনিয়োগের দিকে ঝুঁকছেন। কিন্তু, কোন ফান্ডে টাকা রাখলে সহজেই মিলতে পারে ভাল লাভ তা বুঝে উঠতে পারেন না অনেকেই। ফলে অচিরেই পড়তে হয় ক্ষতির মুখে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৩ সালে সবথেকে বেশি লাভ পাওয়া যাচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। তবে লাভ দিচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলিও। 

চলতি বছরে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে আপনি বেছে নিতে পারেন Canara Robeco Bluechip Equity Fund-কে। এই ফান্ডটিকে বিগত কয়েক পরিসংখ্যানে লাগাতার তার বেঞ্চমার্ককে পার করতে দেখা গিয়েছে। এর রেটিংও বেশ ভাল। অন্যদিকে তালিকায় রয়েছে HDFC Index Fund – S&P BSE SENSEX Plan। এটি মূলত একটি মিড ক্যাপ ফান্ড। বিগত তিন বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই ফান্ডটির লাভের অঙ্ক বেশ ভাল। 

অন্যদিকে এই তালিকাতেই রয়েছে Axis Midcap Fund Direct Plan। এই ফান্ডটিও লাভের নিরিখে বিগত কয়েক মাস ধরে ভাল ফল দিয়ে আসছে। এই মিউচুয়াল ফান্ডটিরও রয়েছে ৫ স্টার রেটিং। এর এক্সপেন্স রেটিও ০.৫৪ শতাংশ। সঙ্গে রয়েছে ফার্স্ট ক্লাস ফান্ড ম্যানেজার। তালিকায় রয়েছে Parag Parikh Flexi Cap Fund। বিগত তিন বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই ফান্ডটি তার গ্রাহকদের প্রায় ২২.২০ শতাংশ রিটার্ন দিয়েছে। এদিকে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের হাত সর্বদা খোলা থাকে। যেখানে সুযোগ থাকেই সেখানেই উর্ধসীমা ছাড়াই বিনিয়োগের দরজা খোলা থাকে। নেই কোনও বাধ্যবাধকতা। তারফলে যে কোনও সময় এক ধাক্কায় বেড়ে যায় লাভের পরিমাণ। এরপরই ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড হিসাবে তালিকায় থাকছে Mirae Asset Tax Saver Fund -Direct Plan। একটানা ৩ বছর বিনিয়োগের পরিকল্পনা থাকলে তবেই এখানে বিনিয়োগ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ফান্ডটির রেটিও বেশ ভাল। লাভের অঙ্কও খারাপ নয়। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।