Gold Price Today: সোনার বাজারে আগুন! চড়চড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর, রুপোর কী হাল?

Gold Price Today: আজ দাম বাড়ল সোনা-রুপোর। দু'দিনে ১২৫০ টাকা দামি হল সোনা।

Gold Price Today: সোনার বাজারে আগুন! চড়চড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর, রুপোর কী হাল?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 10:56 AM

কলকাতা: গরম পড়ার সঙ্গে সঙ্গে সোনার দামেও লাগল আগুন। শনিবার অনেকটা হারে দাম বাড়ল সোনার(Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৮২০ টাকা। এদিন সোনার পাশাপাশি অনেকটা দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪৫০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২১৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৭২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,১৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২১,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৮৯ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫১২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৮৯০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৮,৯০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬৫,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

৭ মার্চ থেকে ৯ মার্চ তিনদিনে মোট ৯৫০ টাকা দাম কমেছিল ১০ গ্রাম সোনার। আর গতকাল ফের বাজার খুলতেই ঊর্ধ্বমুখী হয় সোনার দাম। শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা। আজ ফের বাড়ল ৭৫০ টাকা। গত দু’দিন ১২৫০ টাকা দামি হল সোনা। এদিকে গত তিনদিন পরপর রুপোর দাম কমার পর আজ বাড়ল রুপোর দর।

আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে স্পট গোল্ডের। বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৬৮.১৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৩৭৫.৩৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৬.৮৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩৪.৫৮ টাকা।