Gold price: আজ অপরিবর্তিত সোনার দর, কত দাম জানুন

Gold-silver price: ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট- দু-ধরনের সোনার গয়নার দামই এদিন অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, রুপোর গয়নার দামও একই রয়েছে। অর্থাৎ সোমবারের মতো মঙ্গলবারও ১০ গ্রাম রুপোর গয়নার দাম ৭৬২ টাকা।

Gold price: আজ অপরিবর্তিত সোনার দর, কত দাম জানুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 10:13 AM

কলকাতা: অপরিবর্তিত সোনার দর। গত মাসের শেষ থেকেই হলুদ ধাতুর দামে পতন শুরু হয়েছে। এখনও তা অব্যাহত রয়েছে। সোমবারের মতো মঙ্গলবার একই দাম বজায় রইল সোনার (Gold Price)। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট- দু-ধরনের সোনার গয়নার দামই এদিন অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, রুপোর গয়নার দামও (Silver price) একই রয়েছে। অর্থাৎ সোমবারের মতো মঙ্গলবারও ১০ গ্রাম রুপোর গয়নার দাম ৭৬২ টাকা। সুতরাং গয়না কেনার পরিকল্পনা থাকলে এখনই সেটা করে ফেলুন।

এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৩০০ টাকা। সোমবারও এই একই দাম ছিল। অন্যদিকে, এদিন ২৪ ক্যরেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৩২০ টাকা। গতকালও এই একই দাম ছিল। গত ৩-৪ দিনের তুলনায় সোনার দাম কিছুটা বেশি হলেও গত মাসের তুলনায় কম বলা যায়।

অন্যদিকে, গত এক সপ্তাহের তুলনায় রুপোর গয়নার দাম অনেকটাই কমেছে। গত মাসের শেষে কলকাতায় রুপোর দাম ৭৭০ টাকার দোরগোড়ায় চলে গিয়েছিল। এদিন সেই দাম বেশ খানিকটা কমেছে। এদিন শহরে ১ কেজি রুপোর দাম ৭৬ হাজার ২০০ টাকা। সোমবারও এই দাম ছিল। রবিবার দাম ছিল ৭৬ হাজার ৯০০ টাকা। অর্থাৎ ৭০০ টাকা দাম কমেছে রুপোর।