Gold Price Hike: একদিনেই এত! নতুন বছরে সব রেকর্ড ভেঙে দিল সোনা, আজকের দর শুনলে আঁতকে উঠবেন…
Gold-Silver Price in Kolkata: ভেনেজ়ুয়েলায় আমেরিকা অভিযান চালাতেই সোনার দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। সোনা এবং তেলের দাম যে বাড়বে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল, তবে একদিনেই যে এতটা বাড়বে সোনার দাম, তা কল্পনা করা যায়নি। একদিনেই সোনার দাম ১৫ হাজার টাকারও বেশি বাড়ল।

কলকাতা: রেকর্ড বাড়ল সোনার দাম। ভেনেজ়ুয়েলায় আমেরিকা অভিযান চালাতেই সোনার দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। সোনা এবং তেলের দাম যে বাড়বে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল, তবে একদিনেই যে এতটা বাড়বে সোনার দাম, তা কল্পনা করা যায়নি। একদিনেই সোনার দাম ১৫ হাজার টাকারও বেশি বাড়ল। রুপোর দামও একধাক্কায় ছয় হাজার টাকা বেড়েছে। আজ সোনা-রুপোর দাম কত হল কলকাতায়, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ৫ জানুয়ারি ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৭৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১৩ লক্ষ ৭৪ হাজার টাকা। একদিনেই ১৫ হাজার ৮০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৫৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। একদিনেই ১৪ হাজার ৫০০ টাকা সোনার দাম বেড়েছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্য়ারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ৩০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৩ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা। একদিনে ১১ হাজার ৮০০ টাকা। একদিনেই ১১ হাজার ৮০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে অনেকটা। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ২৪ হাজার ৭০০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার টাকা। একদিনে ৬ হাজার রুপোর দাম বেড়েছে।
