AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price: শিখরে ওঠার পর এবার কি হড়কে পড়বে সোনার দাম? আতঙ্কে বিনিয়োগকারীরা

Gold Price: তবে ভবিষ্যতে সোনার দাম কি হুড়মুড়িয়ে পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের বর্তমানে যা অবস্থা তাতে কিছুটা হলেও সোনার দামে পতন হতে পারে।

Gold Price: শিখরে ওঠার পর এবার কি হড়কে পড়বে সোনার দাম? আতঙ্কে বিনিয়োগকারীরা
Image Credit: Getty Images
| Updated on: Mar 25, 2025 | 11:04 AM
Share

গত এক সপ্তাহে সোনার দামে ক্রমাগত ওঠাপড়া দেখেছে ভারতের বাজার। ভারতের বাজারে সোনার দামের ওঠাপড়ার কারণ হিসাবে অবশ্যই উঠে আসে বিনিয়োগকারীদের চাহিদা ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের হ্রাস ও বৃদ্ধির মতো কারণ। কিন্তু সোনার দামের এমনভাবে ওঠাপড়ার কারণ কী?

গোটা সপ্তাহে সোনার উর্ধ্বগতির পর সোনায় বিনিয়োগকারীরা তাদের প্রফিট তুলে নেওয়ার পর শুক্রবার সোনার দামে সামান্য অধঃগতি দেখা যায়। তবে, আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা ও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি দেখা গিয়েছে।

এই সপ্তাহ ধরলে টানা ৩ সপ্তাহ বেড়েছে সোনার দাম। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, আগের দুই সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনার দামের বৃদ্ধি একটু কম হয়েছে। আর এর পিছনে বড় কারণ অনেক বিনিয়োগকারীই তাদের বিনিয়োগ বিক্রি করে দিয়েছেন। তবে ট্রাম্পের নয়া শুল্ক বা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসাবে এখনও ভরসার জায়গা সোনা।

ডলার যতই শক্তিশালী হয়েছে, বিদেশের বাজার থেকে বিনিয়োগ চলে গিয়েছে আমেরিকার বাজারে। তার সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও কমেছে সোনার দাম। ফলে ভারতের আভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য সোনা হয়ে উঠেছে এক অন্যন্য বিকল্প। ভারতের বাজার যখন পড়তে শুরু করে তখন অনেক বিনিয়োগকারীই তাদের বিনিয়োগ সোনায় সরিয়ে দেয়।

তবে ভবিষ্যতে সোনার দাম কি হুড়মুড়িয়ে পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের বর্তমানে যা অবস্থা তাতে কিছুটা হলেও সোনার দামে পতন হতে পারে। কিন্তু সেই পতনের পরিমাণ হবে সামান্যই। স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের বাজার থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই পতন দেখা দিতে পারে। তবে, মুদ্রাস্ফীতি বা ডলার সূচকের বিরুদ্ধে সোনা যেহেতু একটি শক্তিশালী হাতিয়ার, তাই সোনার দাম আবারও বাড়তে থাকবে এবং তা নয়া রেকর্ডও তৈরি করতে পারে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।