Gold-Silver Price: স্বর্ণবর্ষা! অপরিবর্তিত রইল সোনার দাম, রুপোর দামও হাতের নাগালে

Gold-Silver Price: ২২ ক্যারেট সোনার দাম সোমবারের মতো একই থাকলেও ২৪ ক্যারেট সোনার দাম কমেছে। আজ ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ১ হাজার টাকা কমেছে। আবার রুপোর দাম গতকালের তুলনায় সামান্য বাড়লেও এক সপ্তাহের নিরিখে অনেকটাই কম হয়েছে।

Gold-Silver Price: স্বর্ণবর্ষা! অপরিবর্তিত রইল সোনার দাম, রুপোর দামও হাতের নাগালে
কলকাতায় অপরিবর্তিত সোনার দাম।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 10:19 AM

কলকাতা: এটাই যেন সোনা কেনার সুবর্ণ সুযোগ। গত সপ্তাহে রথ উৎসবের আগে থেকেই সোনার দামের (Gold Price) পতন হয়েছিল। এক সপ্তাহ পরেও যেন সেই ধারা অব্যাহত রয়েছে। কখনও সোনার দামের পতন তো কখনও দাম অপরিবর্তিত থাকছে হলুদ ধাতুর (Gold) মূল্য। আজ, মঙ্গলবারও হলুদ ধাতুর দামের গ্রাফ নিম্নগামী। তবে সোমবারের মতো ২২ ক্যারেট সোনার একই দাম রয়েছে। আজ ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা। যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৭০০০ টাকা কম। আবার ২৪ ক্যারেট সোনার দাম নিম্নগামী। আজ ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় ১ হাজার টাকা কমেছে। অন্যদিকে, রুপোর (Silver) দাম অবশ্য সোমবারের তুলনায় সামান্য বেড়েছে। তবে এক সপ্তাহের নিরিখে অনেকটাই কম। আজকের সোনা ও রুপোর দর একনজরে…

আজ, মঙ্গলবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৪৩৫ টাকা। ২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম ৪৩ হাজার ৪৮০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৩৫০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৩ হাজারব ৫০০ টাকা। অর্থাৎ গতকালের মতো একই রয়েছে সোনার দাম।

আজ ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৯১৮ টাকা। একইভাবে ১০ গ্রাম সোনার দাম ৫৯ হাজার ১৮০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৯১ হাজার ৮০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫ লক্ষ ৯২ হাজার ৮০০ টাকা। অর্থাৎ ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দামের একেবারে ১ হাজার টাকা পতন হয়েছে।

অন্যদিকে, আজ ১ গ্রাম রুপোর দাম ৭১.৫০ টাকা। গতকালের তুলনায় ৬০ পয়সা বেড়েছে। ১০ গ্রাম রুপোর দাম ৬ টাকা বেড়ে হয়েছে ৭১৫ টাকা। আর ১০০ গ্রাম রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় এদিন ১০০ গ্রাম রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা।