AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Rate: উৎসবের মরশুমে কি সস্তা হবে সোনা?

Gold price: ভারতে উৎসবের মরশুম শুরু হলেও সোনা কেনার প্রধান সময় ধরা হয় নবরাত্রি ও দীপাবলির মধ্যে। ধনতেরাসের দিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। ফলে সেই সময় সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এবছর তার ব্যতিক্রম হতে পারে।

Gold Rate: উৎসবের মরশুমে কি সস্তা হবে সোনা?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 12:16 AM
Share

নয়া দিল্লি: রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে দেশে উৎসবের মরশুম শুরু হয়। তারপর সেটি চলতে থাকে দীপাবলির পর কার্তিক পূর্ণিমা পর্যন্ত। এই উপলক্ষে সমস্ত শুভ কেনাকাটার পাশাপাশি সোনার কেনাকাটাও বেড়ে যায়। এর মধ্যে দীপাবলির সময় ধনতেরাসে সোনা কেনার বিশেষ চল রয়েছে। এ বছর উৎসবের মরশুমে সোনার দাম (Gold price) বাড়বে নাকি সস্তা থাকবে, আসুন জেনে নেওয়া যাক…

এ বছর সোনার দামে চাপ রয়েছে। আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত সুদের হার বাড়িয়ে চলেছে। যার ফলে ডলারও শক্তিশালী হয়েছে। যার ফলে বিনিয়োগকারীদের সোনার প্রতি ঝোঁক কমেছে। ফলে সোনার দাম কিছুটা নিম্নগামী। শুক্রবারও আন্তর্জাতিক বাজারে সোনার দর আউন্স প্রতি ১৯২০ থেকে ১৯৮০ ডলারের মধ্যে ছিল।

উৎসবের মরশুমে সোনার দাম বাড়বে?

ভারতে উৎসবের মরশুম শুরু হলেও সোনা কেনার প্রধান সময় ধরা হয় নবরাত্রি ও দীপাবলির মধ্যে। ধনতেরাসের দিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। ফলে সেই সময় সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এখন আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির কারণে সোনা ও রুপোর দাম বৃদ্ধি কম হারে হতে পারে। সেক্ষেত্রে এখানেও সোনার দাম তুলনামূলক কম থাকবে এবং গ্রাহকেরা এর সুবিধা পেতে পারেন।

ক্রমাগত শক্তিশালী হচ্ছে ডলার

বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। ডলার সূচক বর্তমানে ৬ মাসের সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। যেখানে ডলারের বিপরীতে রুপি ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধির ফলে সোনার দাম একটি নির্দিষ্ট মূল্যসীমার মধ্যেই থাকবে। উৎসবের মরশুমে এর সুফল পেতে পারেন গ্রাহকরা।