Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price: হুড়মুড়িয়ে পড়বে সোনার দাম, নেমে আসবে ৬১ হাজার টাকায়! কারণ জানালেন এই বিশেষজ্ঞ!

Gold Price Drop: বিশেষজ্ঞরা মনে করেন, সোনার দামের এই উত্থান খুব বেশিদিন স্থায়ী হবে না। এবং তাঁরা আরও মনে করেন, সোনার দাম আগামীতে ব্যাপকহারে হ্রাস পেতে পারে। অনেক বিশেষজ্ঞ এমনও মনে করছেন, সোনার দাম ৩৬ শতাংশ পর্যন্ত কমতে পারে।

Gold Price: হুড়মুড়িয়ে পড়বে সোনার দাম, নেমে আসবে ৬১ হাজার টাকায়! কারণ জানালেন এই বিশেষজ্ঞ!
Follow Us:
| Updated on: Apr 08, 2025 | 11:28 PM

গত ১ বছরে প্রায় ৩০ শতাংশ দাম বেড়েছে সোনার। অন্যোদিকে, সেপ্টেম্বর থেকে বেশ কিছুটা পড়েছে ভারতের ইক্যুইটির বাজার। ফলে অনেক বিনিয়োগকারীই শেয়ার বাজার থেকে বেরিয়ে সোনায় তাঁদের লগ্নি বাড়িয়েছিলেন। আর তাতে অনেকটাই লাভবান হয়েছেন তাঁরা। সোনার দাম এতটাই ঊর্ধ্বমূখী ছিল যে কলকাতায় ৩ এপ্রিল বেলা ১২টায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৯৩ হাজার ৯২০ টাকা।

বিশেষজ্ঞরা মনে করেন, সোনার দামের এই উত্থান খুব বেশিদিন স্থায়ী হবে না। এবং তাঁরা আরও মনে করেন, সোনার দাম আগামীতে ব্যাপকহারে হ্রাস পেতে পারে। অনেক বিশেষজ্ঞ এমনও মনে করছেন, সোনার দাম ৩৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। আর তেমন হলে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম নেমে আসবে ৬০ হাজার টাকায়।

অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা মর্নিংস্টারের ইক্যুইটি বিশ্লেষক জন মিলস বলেছিলেন, ২০২৯ সালের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজারের কাছে নেমে আসবে। তবে, বর্তমান পরিস্থিতিতে তিনি সেই দাম সংশোধন করে তিনি ১০ গ্রামের সম্ভাব্য দাম বলেছেন ৬০ হাজার টাকার মতো।

সোনার দাম কেন কমবে?

জন মিলসের বক্তব্য অনুযায়ী সোনার দাম কমার বেশ কয়েকটি কারণ থাকতে পারে,

১. সরবরাহ বৃদ্ধি

সোনার দাম বাড়ায় সোনার খনিগুলো তাদের উৎপাদন বাড়িয়েছে। কিন্তু সরবরাহ বৃদ্ধি পেলে তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে পারে দামও।

২. চাহিদা কমতে পারে

গত বেশ কয়েক মাসে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক নিরাপদ সম্পদ বিবেচনা করে অনেক সোনা কিনেছে। ফলে, একটা চাহিদা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই পরিমাণ চাহিদা থাকবে না। আর চাহিদা কমলে কমতে পারে সোনার দামও।

৩. সর্বোচ্চ দাম ছুঁয়ে ফেলেছে সোনা

মিলস বলছেন, সোনার বাজার স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, সোনা এর চেয়ে বেশি কিছু করতে পারে না। আর তাঁর এই বক্তব্যকে সাপোর্ট করছে বাজারও। কারণ স্বর্ণশিল্পে অধিগ্রহণ ও সংযুক্তিকরণ বৃদ্ধি পেয়েছে।

তবে এটা মনে রাখতে হবে, জন মিলস সোনার ক্ষেত্রে নেতিবাচক ভবিষ্যদ্বাণী করার জন্যই বিখ্যাত। অন্যান্য বিশেষজ্ঞরা সোনার দাম হ্রাসের ব্যাপারে মিলসের সঙ্গে সহমত পোষণ করেন না।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।