Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনা নিয়ে সুখবর, এই সুবর্ণ সুযোগ ছাড়লে হাত কামড়াবেন পরে…

Gold-Silver Rate in Kolkata: ২০২৩ সালের শেষভাগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানেই নতুন বছরের শুরুতে কমতে শুরু করেছিল সোনার দাম। বিগত এক সপ্তাহে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। এবার একটানা অপরিবর্তিত থাকছে সোনার দাম। আজ পরিবর্তন হয়নি রুপোর দামেও।

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনা নিয়ে সুখবর, এই সুবর্ণ সুযোগ ছাড়লে হাত কামড়াবেন পরে...
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 8:47 AM

কলকাতা: নতুন বছর শুরু হয়েছে সবে। এই সময়েই সুবর্ণ সুযোগ সোনা কেনার। কারণ বিগত তিনদিন ধরে অপরিবর্তিত রয়েছে সোনার দাম (Gold Price)। ২০২৩ সালের শেষভাগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানেই নতুন বছরের শুরুতে কমতে শুরু করেছিল সোনার দাম। বিগত এক সপ্তাহে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। এবার একটানা অপরিবর্তিত থাকছে সোনার দাম। আজ পরিবর্তন হয়নি রুপোর দামেও। আজ যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

রবিবারের মতো আজ সোমবারও অপরিবর্তিত রয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা। ২২ ক্যারেটের সোনার দামে কোনও পরিবর্তন আসেনি।

১০০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও অপরিবর্তিত রয়েছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৬৩ হাজার ২৭০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা।

১৮ ক্য়ারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা।

১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৬০০ টাকা।