Gold Price Today: সপ্তাহের প্রথমদিনে কত দরে বিকোচ্ছে সোনা?
Gold Price Today: সপ্তাহের প্রথম দিনে অপরিবর্তিত সোনার দাম। এদিকে দাম কমেছে রুপোর।
কলকাতা: সপ্তাহের প্রথম দিনে অপরিবর্তিত রইল সোনার দাম (Gold Price Today)। বিয়ের মরশুমে সোনার দাম না বাড়ায় মুখে হাসি ক্রেতাদের। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল মাত্র ১০ টাকা। আর একই হারে দাম বেড়েছিল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। আর আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮,৫৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৯৮০ টাকা। সোনার দামে কোনও পরিবর্তন দেখা না গেলেও দাম কমেছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
সোমবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫৬ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৪৮ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,৬০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিয়ের মরশুমে দাম অপরিবর্তিত থাকল সোনার। তবে এদিন দাম কমেছে রুপোর। গত দু’ সপ্তাহে সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।
বিশ্ব বাজারেও খানিকটা কমেছে সোনার দাম। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৫৩.৫৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৫৯৪.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০০.৩৫ টাকা। সোমবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৬ টাকা।