Gold Price Today: মাসের শুরুতেই বদলে গেল সোনার দাম, এই আপডেট জানা না থাকলেই পকেট হবে ফাঁকা

Gold-Silver Rate: বাজেটের পর যেখানে প্রতিদিন অল্প অল্প করে কমছিল সোনার দাম, সেখানেই আজ মাসের শুরুতেই হঠাৎ বেড়ে গেল সোনার দাম। আজ ১ অগস্ট একলাফে বেশ কিছুটা বাড়ল হলুদ ধাতুর দাম।

Gold Price Today: মাসের শুরুতেই বদলে গেল সোনার দাম, এই আপডেট জানা না থাকলেই পকেট হবে ফাঁকা
ফাইল ছবি।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 10:34 AM

কলকাতা: মাসের শুরুতেই সোনার দামে বড় পরিবর্তন। বাজেটের পর যেখানে প্রতিদিন অল্প অল্প করে কমছিল সোনার দাম, সেখানেই আজ মাসের শুরুতেই হঠাৎ বেড়ে গেল সোনার দাম। আজ ১ অগস্ট একলাফে বেশ কিছুটা বাড়ল হলুদ ধাতুর দাম। পাল্লা দিয়ে রুপোর দামও বেড়েছে। যদি আপনার সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, অবশ্যই জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ১ অগস্ট ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪৫০ টাকা। গতকালের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৫০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম পড়বে আজ ৬ লক্ষ ৪৫ হাজার টাকা। অর্থাৎ একদিনেই ৫০০০ টাকা দাম বেড়ে গিয়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৩৬০ টাকা। একদিনে দাম বেড়েছে ৫৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৩৬০০ টাকা। একদিনে দাম বেড়েছে ৫৪০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫২৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫২ হাজার ৭৮০ টাকা। একদিনে দাম বেড়েছে ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনেই দাম একলাফে ৪১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭১০ টাকা। ১ কেজি রুপোর দর রয়েছে ৮৭ হাজার ১০০ টাকা। একদিনেই ৬০০ টাকা দাম বেড়েছে।