Gold Price Today: বাম্পার অফার! ৪ মাসে এত সস্তা কখনও হয়নি সোনা, এই সুযোগ মিস করলে মাথা ঠুকবেন!

Gold-Silver Price Today: বাজেট ঘোষণার পর ক্রমেই কমছে সোনার দাম। খুশি সাধারণ মানুষ। খুশি স্বর্ণ ব্যবসায়ীরাও, কারণ সোনার দাম কমতেই বিক্রি-বাট্টা বাড়ছে। আজ, বুধবারও স্বস্তি জুগিয়ে বেশ কিছুটা কমল সোনার দাম।

Gold Price Today: বাম্পার অফার! ৪ মাসে এত সস্তা কখনও হয়নি সোনা, এই সুযোগ মিস করলে মাথা ঠুকবেন!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jul 31, 2024 | 9:00 AM

কলকাতা: বছরের শুরুতেও যেখানে মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে ছিল সোনার দাম, সেখানেই বাজেট ঘোষণার পর ক্রমেই কমছে সোনার দাম। খুশি সাধারণ মানুষ। খুশি স্বর্ণ ব্যবসায়ীরাও, কারণ সোনার দাম কমতেই বিক্রি-বাট্টা বাড়ছে। আজ, বুধবারও স্বস্তি জুগিয়ে বেশ কিছুটা কমল সোনার দাম। আপনার যদি সামনে বিয়ে থাকে বা কাউকে সোনার গহনা উপহার দেওয়ার থাকে, তবে এটাই সুবর্ণ সুযোগ। তবে সোনার দোকানে যাওয়ার আগে আজ সোনা-রুপোর দর কত আছে, জেনে  নিন-

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ১৯০ টাকা।  ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম আজ রয়েছে ৬৮৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৮ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫১৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫১ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ১৭ হাজার টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোর দামেও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৪৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৮৪ হাজার ৪০০ টাকা।