Gold Price Today: সোনায় বাম্পার ছাড়! খিচুড়ি-ইলিশ পরে খাবেন, ছাতা নিয়ে আগে ছুটুন সোনার দোকানে…

Gold-Silver Rate: মাসের শুরুতেই কমছে সোনার দাম। আজ, ৩ অগস্টও বেশ কিছুটা কমল সোনার দাম। কমেছে রুপোর দামও। এমন সুযোগ মিস করলে পস্তাবেন নিজেই।

Gold Price Today: সোনায় বাম্পার ছাড়! খিচুড়ি-ইলিশ পরে খাবেন, ছাতা নিয়ে আগে ছুটুন সোনার দোকানে...
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Aug 03, 2024 | 11:35 AM

কলকাতা: রাতভর বৃষ্টি, সকাল থেকেও ঝিরিঝিরি ধারা নেমেই চলেছে। বর্ষামুখর এমন দিনে অনেকেই ‘রেইনি ডে’ পালন করছেন। তবে ছুটি পরে কাটাবেন, আগে যান সোনার দোকানে। কারণ মাসের শুরুতেই কমছে সোনার দাম। আজ, ৩ অগস্টও বেশ কিছুটা কমল সোনার দাম। কমেছে রুপোর দামও। এমন সুযোগ মিস করলে পস্তাবেন নিজেই। তবে সোনার দোকানে যাওয়ার আগে দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্য়ারেট সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৪৭ হাজার টাকা। একদিনেই ১০০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৫৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৫৮০ টাকা। গতকালের তুলনায় ১১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫২৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫২ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ২৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ৮০০ টাকা কমেছে দাম।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৫০০ টাকা। একদিনেই ১০০০ টাকা দাম কমেছে।