AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: পরপর দু’দিন কমল সোনার দাম, এখন সোনা না কিনলে পরে পস্তাতে হবে!

Gold Rate in Kolkata on 5th December 2025: বিয়ের মরশুমে গহনা কিনবেন না, তা কী হয়! গতকাল, ৪ ডিসেম্বরই ঝুপ করে কমেছিল সোনার দাম। আজ, ৫ ডিসেম্বরও সেই ধারা বজায় থাকল। আজও সামান্য কমল সোনার দাম। কলকাতায় এখন সোনার দাম কত রয়েছে, দেখে নিন।

Gold Price Today: পরপর দু'দিন কমল সোনার দাম, এখন সোনা না কিনলে পরে পস্তাতে হবে!
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 05, 2025 | 8:56 AM
Share

কলকাতা: সামনেই একাধিক বিয়ের ডেট। বিয়ের মরশুমে গহনা কিনবেন না, তা কী হয়! গতকাল, ৪ ডিসেম্বরই ঝুপ করে কমেছিল সোনার দাম। আজ, ৫ ডিসেম্বরও সেই ধারা বজায় থাকল। আজও সামান্য কমল সোনার দাম। কলকাতায় এখন সোনার দাম কত রয়েছে, দেখে নিন এক ঝলকে-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ৫ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৯৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৮৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও সামান্য কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ পড়বে ৯ হাজার ৭২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৯ হাজার ৯০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।