Gold Price Today: সোনা ছেড়ে রুপোয় মজছেন ৮ থেকে ৮০! পুজোয় ট্রেন্ডি গহনা কিনতে খরচ কত পড়বে, জেনে নিন

Gold-Silver Rate in Kolkata: নিজের পছন্দসই সোনার গহনা কিনতে হলে আগেভাগেই অর্ডার দিতে হবে। তবে গহনাপ্রেমীদের জন্য আজ দিনটা একটু খারাপ, কারণ আজ সামান্য বাড়ল সোনার দাম।

Gold Price Today: সোনা ছেড়ে রুপোয় মজছেন ৮ থেকে ৮০! পুজোয় ট্রেন্ডি গহনা কিনতে খরচ কত পড়বে, জেনে নিন
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 9:01 AM

কলকাতা: অপেক্ষার আর ক’টা দিন। তারপরই দুর্গা পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নতুন জামা তো চাই-ই চাই। তবে শুধু জামা নয়, নতুন গহনাও পরতে ভালবাসেন অনেকে। নিজের পছন্দসই সোনার গহনা কিনতে হলে আগেভাগেই অর্ডার দিতে হবে। তবে গহনাপ্রেমীদের জন্য আজ দিনটা একটু খারাপ, কারণ আজ সামান্য বাড়ল সোনার দাম। অন্যদিকে, বেশ কিছুটা সস্তা হয়েছে রুপো। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, আজ দাম কমেছে রুপোর। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৮৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৮৮ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)