Gold Price Today: দাম দেখেই ছ্যাঁকা লাগবে! যুদ্ধের বাজারে লাখ ছাড়াল সোনার দর, গহনা কিনতে কত খরচ পড়বে?
Gold-Silver Price Today: হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। একইসঙ্গে চড়ছে সোনার দামও। বিয়ের মরশুমে এখন সোনা-রুপোর দাম কত বেড়েছে, জানেন?

কলকাতা: বড় যুদ্ধের মুখে গোটা বিশ্ব। ইরান-ইজরায়েলের সংঘাত চরমে। এই সংঘাতে সামিল হয়ে যেতে পারে আমেরিকাও। যদি আমেরিকাও যুদ্ধে জড়ায়, তবে এই সংঘাত ভয়ঙ্কর রূপ নেবে। এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের অস্ত্র ভাণ্ডার বা অর্থনীতিতেই প্রভাব ফেলছে না, বরং বিশ্বজুড়েই এর খারাপ প্রভাব পড়ছে। হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। একইসঙ্গে চড়ছে সোনার দামও। বিয়ের মরশুমে এখন সোনা-রুপোর দাম কত বেড়েছে, জানেন?
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ১০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ১ লক্ষ ১ হাজার ৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা। একদিনেই সোনার দাম বেড়েছে ১৭০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ২৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯২ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা। একদিনেই ১৫০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৫৮১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৫ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৫৮ হাজার ১০০ টাকা। একদিনেই ১২০০ টাকা দাম বেড়েছে সোনার।
রুপোর দাম-
সোনার মতো রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১১ হাজার ২০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ১ লক্ষ ১২ হাজার টাকা। একদিনে ১ হাজার টাকা সোনার দাম বেড়েছে।

