Gold Price Today: একদিনে ১৬০০ টাকা কমে গেল দাম, এত সস্তায় আর পাবেন না সোনা, আজ না কিনলেই পস্তাবেন

Gold-Silver Rate: বিগত কয়েকদিন ধরেই লাগাতার কমছিল সোনার দাম। তবে তা ছিল সামান্য। আজ একধাক্কায় ১৫০০ টাকা কমল সোনার দাম। সোনা কেনার পরিকল্পনা থাকলে, আজই সেরা সময়। 

Gold Price Today: একদিনে ১৬০০ টাকা কমে গেল দাম, এত সস্তায় আর পাবেন না সোনা, আজ না কিনলেই পস্তাবেন
সোনার কেনাকাটি।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 28, 2024 | 3:03 PM

কলকাতা: বিয়ের মরশুমে একধাক্কায় সস্তা হয়ে গেল সোনা। বিগত কয়েকদিন ধরেই লাগাতার কমছিল সোনার দাম। তবে তা ছিল সামান্য। আজ একধাক্কায় ১৫০০ টাকা কমল সোনার দাম। সোনা কেনার পরিকল্পনা থাকলে, আজই সেরা সময়।  তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দাম কত রয়েছে, তা জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৯০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭০ হাজার ৯০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৯ হাজার টাকা। একদিনেই ১৫০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৫০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দাম আজ রয়েছে ৫৮০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ১০০ টাকা। একদিনে ১২০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, রুপোর দাম অপরিবর্তিত রয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৯৫০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৯ হাজার ৫০০ টাকা।