Gold Price Today: যুদ্ধের আবহে বাড়ছে সোনার দাম, মাথায় হাত মধ্যবিত্তের!
Gold Price Surges: গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে সোনার দাম বাড়ছিল। আর আজ, ১৩ জুন এক ধাক্কায় অনেকটা বেড়েছে সোনার দাম।

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। মধ্যরাতে ইরানে হামলা চালায় ইজরায়েল। আর সকাল হতে না হতেই পাল্টা আক্রমণ শানায় ইরানও। বেশ কয়েকদিন ধরেই এই উত্তেজনার আবহ ছিল উপসাগরীয় অঞ্চলে। আর তার প্রভাব দেখা গিয়েছিল গত কয়েকদিনের সোনার দামে। ধীরে ধীরে সোনার দাম বাড়ছিল। আর আজ, ১৩ জুন এক ধাক্কায় ১ হাজার ৫০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। মনে করা হচ্ছে, আগামীতে আরও বাড়তে পারে সোনার দাম।
২৪ ক্যারেট সোনার দাম
আজ ১ হাজার ৫৬৮ টাকা বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩১৩ টাকায়। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১০ হাজার ৫৩২ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। ১ হাজার ৪৩৭ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫৩৭ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৪ টাকায়।
তথ্য বলছে আজ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭ হাজার ৭৬১ টাকা। যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার সর্বনিম্ন দাম পুনেতে। সেখানে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৭৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
আজ লাফিয়ে বেড়েছে ১৮ ক্যারেট সোনার দামও। ১০ গ্রাম সোনার দাম ২২৫০ টাকা বেড়ে গিয়েছে ৭৬ হাজার ১০০ টাকা। ১ গ্রাম সোনার দাম বেড়েছে ৭ হাজার ৬১০ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
