Gold Price on 11 September: কলকাতায় সোনার দামে বড় আপডেট, দুর্গাপুজোর আগে কি সস্তা হয়ে গেল হলুদ ধাতু?
Gold Silver Price in Kolkata on 11 September, 2025: কলকাতায় ফের বাড়ল সোনার দাম। তবে স্বস্তি দিয়েছে রুপো। আজ সামান্য হলেও কমেছে রুপোর দাম। আপনার যদি দুর্গাপুজো উপলক্ষে বা বিয়ের জন্য গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনার দাম কত রয়েছে, জেনে নিন

কলকাতা: মাসের শুরু থেকে সেই যে ঊর্ধ্বমুখী হয়েছিল সোনার দাম (Gold Price), তা আর কমার নাম নেই। কলকাতায় ফের বাড়ল সোনার দাম। তবে স্বস্তি দিয়েছে রুপো। আজ সামান্য হলেও কমেছে রুপোর দাম। আপনার যদি দুর্গাপুজো উপলক্ষে বা বিয়ের জন্য গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনার দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১১ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫১৯ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৫ হাজার ১৯০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ১৩১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১ হাজার ৩১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ লক্ষ ১৩ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ২৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮২ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, কমেছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে রুপোর দাম।
