FDI: FDI নিয়ে সুখবর, এক বছরে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ
FDI: সরকারি তথ্য অনুসারে, মার্চ শেষে এফডিআই ছিল ৯.৩৪ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে আসা ১২.৩৮ বিলিয়ন ডলারের এফডিআইয়ের চেয়ে কম।

২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ মাসে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (FDI) ত্রৈমাসিক অর্থবর্ষের ভিত্তিতে ২৪.৫ শতাংশ কমে ৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। তবে, পুরো অর্থবর্ষে (২০২৪-২৫), দেশে এফডিআই ১৩ শতাংশ বেড়ে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল ৪৪.৪২ বিলিয়ন ডলার।
সরকারি তথ্য অনুসারে, মার্চ শেষে এফডিআই ছিল ৯.৩৪ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে আসা ১২.৩৮ বিলিয়ন ডলারের এফডিআইয়ের চেয়ে কম। এমনকী, গত আর্থিক বছরের অক্টোবর-ডিসেম্বর, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে FDI বার্ষিক ভিত্তিতে ৫.৬ শতাংশ কমে ১০.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

