AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Kisan Scheme: কৃষকদের সহায়তায় নতুন এআই চ্যাটবট আনল কৃষি মন্ত্রক

কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের একাধিক আঞ্চলিক ভাষায় পরিষেবা দেবে এই চ্যাটবট। তবে বর্তমানে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা, ওড়িয়া ও তামিল ভাষায় পরিষেবা দেবে এটি। তবে শীঘ্রই দেশের ২২টি অফিসিয়াল ভাষায় এর পরিষেবা পাওয়া যাবে।

PM Kisan Scheme: কৃষকদের সহায়তায় নতুন এআই চ্যাটবট আনল কৃষি মন্ত্রক
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 7:00 AM
Share

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিসান প্রকল্পের জন্য আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নির্ভর চ্যাটবট চালু করল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। কৃষি মন্ত্রী কৈলাশ চৌধরী এই চ্যাটবটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কৃষি মন্ত্রকের সচিব মনোজ আহুজা এবং অতিরিক্ত সচিব প্রমোদ মাহেরদাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এই চ্যাটবট কৃষকদের কী উপকারে লাগবে তার বিস্তারিত উপস্থাপনা করেছেন প্রমোদ মাহেরদা। পিএম কিসান স্কিমের সুযোগসুবিধা দেশের প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ রকম চ্যাটবটের সূত্রপাতকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে চিহ্নিত করা হয়েছে কৃষি মন্ত্রকের তরফে।

এ বিষয়ে কৃষি মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পিএম কিসান গ্রেভিয়েন্স ম্যানেজমেন্ট সিস্টেমে এআই চ্যাটবটের সংযুক্তিকরণ কৃষকদের আরও ক্ষমতাশালী করে তুলবে। ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাক্সিসেবল প্ল্যাটফর্ম কৃষকদের বিভিন্ন জিজ্ঞাসা এবং অসুবিধার সমাধানের জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে এই চ্যাটবট কৃষকদের পিএম কিসান স্কিমের আবেদন সংক্রান্ত সমস্যা এবং প্রকল্প সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। পিএম কিসান অ্যাপেই এই চ্যাটবটের সুবিধা পাওয়া যাবে।”

কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের একাধিক আঞ্চলিক ভাষায় পরিষেবা দেবে এই চ্যাটবট। তবে বর্তমানে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা, ওড়িয়া ও তামিল ভাষায় পরিষেবা দেবে এটি। তবে শীঘ্রই দেশের ২২টি অফিসিয়াল ভাষায় এর পরিষেবা পাওয়া যাবে।