AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HDFC Bank Hikes Interest Rates : স্থায়ী আমানত নিয়ে বড় ঘোষণা HDFC ব্যাঙ্কের, গ্রাহকদের মুখে ফুটবে হাসি

HDFC Bank Hikes Interest Rates : আরবিআই রেপো রেট বৃদ্ধি করার পরই একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। এবার নিজের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল এইচডিএফসি।

HDFC Bank Hikes Interest Rates : স্থায়ী আমানত নিয়ে বড় ঘোষণা HDFC ব্যাঙ্কের, গ্রাহকদের মুখে ফুটবে হাসি
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 9:30 PM
Share

পরপর সব ব্যাঙ্কই নিজেদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। ২ কোটি টাকার নীচে আমানতের ক্ষেত্রে এই সুদের হার বাড়ানো হয়েছে। ১৯ অগস্ট থেকে কার্যকর হয়েছে এই নয়া সুদের হার। এর আগেই পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক, কানাড়া, ইন্ডাসইন্ড ব্য়াঙ্কগুলি ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়িয়েছে। গত দুই সপ্তাহ ধরেই এই ব্যাঙ্কগুলি নিজেদের স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। প্রসঙ্গত, চলতি মাসেই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তারপরই একে একে বিভিন্ন সরকারি ব্য়াঙ্ক নিজেদের স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছিল। এবার স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এইচডিএফসি।

HDFC ব্যাঙ্ক বর্তমানে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর সাধারণ জনগণের জন্য ২.৭৫ শতাংশ থেকে ৫.৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.২ শতাংশ থেকে ৬.৫ শতাংশ।

২ কোটির নীচে স্থায়ী আমানতের ক্ষেত্রে এইচডিএফসি ব্য়াঙ্কের নয়া সুদের হার :

৭ দিন থেকে ১৪ দিন : সাধারণ জনগণের জন্য : ২.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.২৫ শতাংশ

১৫ দিন থেকে ২৯ দিন : সাধারণ জনগণের জন্য : ২.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.২৫ শতাংশ

৩০ দিন থেকে ৪৫ দিন : সাধারণ জনগণের জন্য : ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.৭৫ শতাংশ

৪৬ দিন থেকে ৬০ দিন : সাধারণ জনগণের জন্য : ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.৭৫ শতাংশ

৬১ দিন থেকে ৮৯ দিন : সাধারণ জনগণের জন্য : ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৩.৭৫ শতাংশ

৯০ দিন থেকে ৬ মাস : সাধারণ জনগণের জন্য : ৩.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.১৫ শতাংশ

৬ মাসের বেশি থেকে ৯ মাস : সাধারণ জনগণের জন্য : ৪.৬৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.১৫ শতাংশ

৯ মাস থেকে ১ বছরের কম : সাধারণ জনগণের জন্য : ৪.৬৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৫.১৫ শতাংশ

১ বছর : সাধারণ জনগণের জন্য : ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬ শতাংশ

১ বছরের বেশি থেকে ২ বছর : সাধারণ জনগণের জন্য : ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬ শতাংশ

২ বছরের বেশি থেকে ৩ বছর : সাধারণ জনগণের জন্য : ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬ শতাংশ

৩ বছর থেকে ৫ বছর : সাধারণ জনগণের জন্য : ৬.১০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬.৬০ শতাংশ

৫ বছরের বেশি থেকে ১০ বছর : সাধারণ জনগণের জন্য : ৫.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য : ৬.৫০ শতাংশ