SmallCap Stock Returns: কোভিড কালের পর সর্বোচ্চ রিটার্ন, এক সপ্তাহেই বিনিয়োগকারীদের মালামাল করেছে এই সব শেয়ার!
Indian Stock Market: গত সপ্তাহে বিএসই লার্জক্যাপ সূচক বেড়েছে ৪.৬ শতাংশ। মিডক্যাপ সূচক বেড়েছে ৭ শতাংশ ও বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে প্রায় ৮ শতাংশের বেশি।

সেপ্টেম্বরের পর থেকে ক্রমাগত পড়েছে ভারতের বাজার। সেপ্টেম্বরের শেষ থেকে মার্চের শুরুর দিক পর্যন্ত প্রায় ১৫ শতাংশ পড়েছিল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। কিন্তু মার্চের শুরু থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতের শেয়ার বাজার। আর এর মধ্যেই গত সপ্তাহে বিএসই লার্জক্যাপ সূচক বেড়েছে ৪.৬ শতাংশ। মিডক্যাপ সূচক বেড়েছে ৭ শতাংশ ও বিএসই স্মলক্যাপ সূচক বেড়েছে প্রায় ৮ শতাংশের বেশি। ২০২০ সালের জুনের পর যা সর্বোচ্চ।
মার্চের তৃতীয় সপ্তাহে বিএসই সেনসেক্স সূচক ৩,০৭৬ পয়েন্ট বা ৪.১৬ শতাংশ বেড়ে ৭৬,৯০৫ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ বেড়েছে ৯৫৩ পয়েন্ট। যা শতাংশের নিরিখে ৪.২৫ শতাংশ বৃদ্ধি। বর্তমানে নিফটি ৫০ দাঁড়িয়ে রয়েছে ২৩,৩৫০ পয়েন্টে।
গত সপ্তাহে বিদেশী প্রাতিষ্ঠানির বিনিয়োগকারীদের অনেকাংশ ফিরে এসেছে ভারতের বাজারে। প্রায় ১৩ সপ্তাহে পরে তাদের কেনা ইক্যুইটির পরিমাণ ছাপিয়ে গিয়েছে ঘরোয়া বিনিয়োগকারীদের কেনা ইক্যুইটির পরিমাণকে। মার্চের তৃতীয় সপ্তাহে তারা সব মিলিয়ে প্রায় ৫ হাজার ৮১৩ কোটি ১২ লক্ষ টাকার ইক্যুইটি কিনেছে। অন্যোদিকে, ঘরোয়া বিনিয়োগকারীরা এই একই সময়ে কিনেছে ৪ হাজার ৩৩৭ কোটি ৮৩ লক্ষ টাকার ইক্যুইটি।
মার্চের ১৩ থেকে ২১ তারিখের মধ্যে একাধিক স্মলক্যাপ সংস্থা ১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। সবচেয়ে বেশি ৫০.৬৬ শতাংশ রিটার্ন দিয়েছে এসএমএল ইসুজু। ৪৮.৯০ শতাংশ রিটার্ন দিয়েছে ইকিও লাইটিং। এ ছাড়াও দারুণ রিটার্ন দিয়েছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স, অ্যাঞ্জেল ওয়ান, সান ফার্মা, জেএসডব্লিউ হোল্ডিংস, স্কিপারের মতো সংস্থাও।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





