Holi Hacks for Mobile: দোল খেলতে গিয়ে ফোনে রঙ বা জল ঢুকেছে? বাড়িতেই সারিয়ে নিন এই ট্রিক মেনে…
Smartphone: সকাল থেকেই অনেকে চোখে সানগ্লাস আর রঙেচঙে জামা পরে দোল খেলতে বেরিয়ে পড়বেন। আর শুধু তো দোল খেললেই হল না, সেই স্মৃতি ধরে রাখতে ছবি, ভিডিয়ো তোলাও মাস্ট। কিন্তু ফোনে রঙ বা জল ঢুকলে?

নয়া দিল্লি: আজ বাদে কাল দোল। রঙের উৎসবে মাতোয়ারা হবে গোটা দেশ। আবির, জল রঙে রঙিন হয়ে উঠবে সবাই। সকাল থেকেই অনেকে চোখে সানগ্লাস আর রঙেচঙে জামা পরে দোল খেলতে বেরিয়ে পড়বেন। আর শুধু তো দোল খেললেই হল না, সেই স্মৃতি ধরে রাখতে ছবি, ভিডিয়ো তোলাও মাস্ট। কিন্তু ফোনে রঙ বা জল ঢুকলে? তাহলে তো হাজার হাজার টাকার খরচ। নতুন ফোনও কিনতে হতে পারে। তাহলে দোল খেলার সময় নিজের ফোন রক্ষা করবেন কী করে?
ফোনে জল ঢুকলে কী করবেন?
হোলি খেলার সময় যদি আপনার ফোনে জল ঢুকে যায়, তাহলে আতঙ্কিত বা চিন্তিত হওয়ার দরকার নেই। বুদ্ধিমানের মতো প্রথমেই কয়েকটা কাজ করা উচিত।
স্মার্টফোন বন্ধ করুন: আপনার ফোনে যদি জল ঢোকে বা জলের সংস্পর্শে আসে, তবে সঙ্গে সঙ্গেই ফোন অফ করে দিন। এতে শর্ট সার্কিটের ঝুঁকি কমে।
সিম কার্ড এবং মেমোরি কার্ড: ফোনটি বন্ধ করার পর, সিম কার্ড এবং মেমোরি কার্ডটি খুলে ফেলুন। এর ফলে, ফোনে জল ঢুকলেও সিম কার্ড এবং মেমোরি কার্ডের ক্ষতি কম হয়।
ফোনটি শুকিয়ে নিন: ফোন খোলা বাতাসে রাখুন। এমন একটা জায়গায় রাখুন, যেখানে আর্দ্রতা নেই। ফোনের কাছাকাছি ফ্যান চালিয়ে রাখতে পারেন।
চালের ভিতরে রাখা: যদি আপনার ফোনের ভিতরে জল ঢুকে যায়, তাহলে আপনি ফোন চালের ব্যাগে কয়েক ঘণ্টা রাখতে পারেন। চাল দ্রুত আর্দ্রতা শোষণ করে।
সার্ভিস সেন্টার-
যদি উপরের পন্থাগুলি অনুসরণ করার পরেও ফোন চালু না হয়, তাহলে স্মার্টফোনের সার্ভিস সেন্টারে নিয়ে যান।





