PUC Certificate: ১০ হাজার টাকা জরিমানা থেকে গাড়ি চালকদের বাঁচাবে এই নথি, কীভাবে ডাউনলোড করবেন?
Central Government: দু'চাকা, চারচাকা সব ধরনের গাড়ির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই নথি। ১ বছরেরে বেশি বয়সী গাড়ির ক্ষেত্রে এই নথি বাধ্যতামূলক কারণ এর থেকে বোঝা যায় গাড়ি থেকে দূষণের মাত্র কতটা হচ্ছে।
কেন্দ্রীয় মোটর ভেহিকল আইন ১৯৮৯ এর আওতায় ভারত সরকার পলিউশন আন্ডার কন্ট্রোল অথবা পিইউসি সার্টিফিকেট (PUC Certificate) বাধ্যতামূলক ঘোষণা করেছে। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ও ইনসিওরেন্স পলিসির মতো এই নথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু’চাকা, চারচাকা সব ধরনের গাড়ির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই নথি। ১ বছরেরে বেশি বয়সী গাড়ির ক্ষেত্রে এই নথি বাধ্যতামূলক কারণ এর থেকে বোঝা যায় গাড়ি থেকে দূষণের মাত্র কতটা হচ্ছে। কেনার পরবর্তী ১ বছর অবধি এই নথি বাধ্যতামূলক নয়। গাড়ি চালানোর সময় চালকের কাছে যদি গাড়ির পিইউসি সার্টিফিকেট না থাকে তবে, ১০ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে। কীভাবে ডাউনলোড করবেন পিইউসি সার্টিফিকেট, এক নজরে দেখে নেওয়া যাক…
সরকার অনুমোদিত বিভিন্ন কেন্দ্র থেকে অনলাইনে অথবা অফলাইনে পিইউসি সার্টিফিকেট ডাউনলোড করা যেতে পারে। দুইভাবে এই সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি বর্ণনা করা হল
অফলাইন পদ্ধতি
- প্রথমেই আপনার দু’চাকা বা চারচাকা গাড়িকে এমিশন টেস্ট সেন্টার অথবা লাইসেন্সপ্রাপ্ত টেস্ট সেন্টারে নিয়ে যেতে হবে।
- সেখানে আপনার গাড়ির সাইলেন্সারে মাধ্যমে উপস্থিত কর্মীরা দূষণের মাত্র পরীক্ষা করবেন।
- সেখান থেকেই আপনাকে পিইউসি সার্টিফিকেট দেওয়া হবে। এর জন্য চার্জ দিতে হবে।
অনলাইন পদ্ধতি
- প্রথমেই আপনাকে www.parivahan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে Transport সেকশনে গিয়ে নিজের গাড়ির পাঁচ অঙ্কের চেসিস নম্বর দিতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও দিতে হবে।
- এবার ‘PUC Details’ এ ক্লিক করে প্রিন্ট আউট করে রাখতে হবে।