AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Name Change: রেলে আপনার টিকিটেই যেতে পারবেন পরিবারের এক সদস্য! কীভাবে জেনে নিন

ভারতীয় রেলওয়ের তরফে দেওয়া হচ্ছে সুযোগ, সেখানে আপনি আপনার পরিবারের কাউকে আপনার নামে হওয়া টিকিট ট্রান্সফার করতে পারেন।

Train Ticket Name Change: রেলে আপনার টিকিটেই যেতে পারবেন পরিবারের এক সদস্য! কীভাবে জেনে নিন
ছবি: সংগৃহীত
| Edited By: | Updated on: Sep 14, 2022 | 9:30 AM
Share

কলকাতা: কাছ থেকে দূরে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে ভারতীয় রেলওয়ে অনেক বড় আস্থার জায়গা। দেশের সিংহভাগ মানুষ দূরে যাতায়াতের ক্ষেত্রে রেলের ওপরই আস্থা রাখেন। ট্রেনে চড়ার জন্য টিকিট থাকা বাধ্যতামূলক। অনেক সময় নানা সমস্যার জন্য ট্রেনের টিকিট কাটা থাকলে তা বাতিল করতে হয়, গুনতে হয় ক্যানসেলেশন চার্জ। কিন্তু অনেকেই জানেন না, আপনার নামে বুক হওয়া ট্রেনের টিকিট আপনি অন্য কারও নামে ট্রান্সফার করতে পারেন। কোনও নির্দিষ্ট একটি তারিখে বুক থাকলে, আপনি যদি কোনও কারণ যেতে না পারেন তবে সেই টিকিট অন্য কারও নামে ট্রান্সফার করা যেতে পারে।

ভারতীয় রেলওয়ের তরফে দেওয়া হচ্ছে সুযোগ, সেখানে আপনি আপনার পরিবারের কাউকে আপনার নামে হওয়া টিকিট ট্রান্সফার করতে পারেন। তবে আপনি যার নামে টিকিট ট্রান্সফার করবেন, তিনি আপনার বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্বামী অথবা স্ত্রী হতে হবে। ফলে ক্যান্সেলেশন চার্জও বহন করতে হবে না। এই পরিষেবা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যাত্রীকে ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হবে। যদি যাত্রীকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র একবার নাম বদলানো সম্ভব হবে।

কীভাবে ট্রান্সফার করবেন টিকিট?

আপনি যে টিকিট বুক করেছেন, তার প্রিন্ট আউট বের করতে হবে।

আপনার নিকটবর্তী রেল স্টেশনে গিয়ে রিজার্ভবেশন কাউন্টারে যেতে হবে।

যে ব্যক্তির নামে আপনি টিকিট ট্রান্সফার করতে চান, তাঁর আসল পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

যে ব্যক্তির নামে টিকিট বুক করা রয়েছে তাঁর কোনও পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

রিজার্ভবেশন কাউন্টারে নাম পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।