Share Market: ৫ বছর আগে ১ লক্ষ টাকা রাখলে আজ হতেন ১৫ লাখের মালিক! দালাল স্ট্রিটে ‘বাঘের গর্জন’ টাইগার লজিস্টিকসের
Share Market: গত ৫২ সপ্তাহের দিকে নজর রাখলেও দেখা যাবে এক সময় এর সর্বোচ্চ মূল্য ৮০ টাকাতেও পৌঁছে যেতে পারে। ৫ বছর আগেও এই শেয়ারের দাম ছিল মাত্র ৩ টাকা। যা এখন বেড়ে ৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

মাত্র পাঁচটা বছর আগেও যদি এই একটি স্টকে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন আজ তাহলে আপনি হতে পারতেন প্রায় ১৫ লক্ষ টাকার মালিক। শুনতে অবাক লাগলেও এমনই কামাল দেখাচ্ছে টাইগার লজিস্টিকস (ইন্ডিয়া) লিমিটেডের শেয়ার। দিচ্ছে ১৪০০ শতাংশের বিশাল রিটার্ন। তা হিসেব-নিকেশ করে দেখা যাচ্ছে কোনও ব্যক্তি যদি এই সংস্থার শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখতেন তাহলে তিনি আজ ১৫ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরতে পারতেন। সূত্রের খবর, এবার সংস্থাটি BSE থেকে NSE-এর মেইনবোর্ডে তালিকাভুক্ত হতে বড় পদক্ষেপ করতে চলেছে।
টাইগার লজিস্টিকস সম্প্রতি জানিয়েছে রাত পোহালেই অর্থাৎ ২৮ জুন তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) মূল বোর্ডে ঢুকে পড়বে। এতদিন পর্যন্ত এই স্টকটির লেনদেন শুধুমাত্র BSE তে চলতো। এদিকে সাম্প্রতিক পরিসংখ্য়ানের দিকে নজর রাখলে দেখা যাবে গত ৫ বছরে টাইগার লজিস্টিকসের স্টক ৩ টাকা থেকে বেড়ে ৫৭.৫০ টাকায় পৌঁছে গিয়েছিল একদিন আগেই। অর্থাৎ, এটি তার বিনিয়োগকারীদের মূলধন প্রায় ১৪০০ শতাংশ বৃদ্ধি করেছে। তাতে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে দাললা স্ট্রিটে।
গত ৫২ সপ্তাহের দিকে নজর রাখলেও দেখা যাবে এক সময় এর সর্বোচ্চ মূল্য ৮০ টাকাতেও পৌঁছে যেতে পারে। ৫ বছর আগেও এই শেয়ারের দাম ছিল মাত্র ৩ টাকা। যা এখন বেড়ে ৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে। টাইগার লজিস্টিকস আন্তর্জাতিক কাস্টম ক্লিয়ারেন্স এবং সাপ্লাই চেইন সলিউশনের মতো পরিষেবা দিয়ে থাকে। যেভাবে সংস্থাটির শ্রীবৃদ্ধি হচ্ছে তাতে তা দেখে বাজার বিশেষজ্ঞরা বলছেন এর বুল রান এখনই থামছে না।
