Income Tax Bill: সাশ্রয় হবে অনেক টাকা, আয়করে বড় পরিবর্তন আসছে পরের সপ্তাহেই
Income Tax: নতুন আয়কর বিলে কর্তৃপক্ষ অর্থাৎ আয়কর বিভাগকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়নি। আয় এবং করের হিসাবও অনেকটা সহজ করা হয়েছে। জনগণের থেকে প্রতিটি টাকার হিসাব থাকবে।

নয়া দিল্লি: কত আয়ে কত টাকা আয়কর দিতে হবে, এই জটিল অঙ্ক কষতেই মাথার ঘাম ছোটে অনেকের। তবে আয়করের এই কঠিন হিসাব বেশিদিন করতে হবে না। সহজ হয়ে যাচ্ছে আয়কর বিল। শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল পাশ করা হয়। আগামী সপ্তাহেই সংসদে বিল পেশ করা হতে পারে।
সূত্রের খবর, এই বিল পেশ হলে আয়কর আইনের ধারা প্রায় এক তৃতীয়াংশ কমে যাবে। কমপক্ষে ২৫-৩০ শতাংশ ধারা কমিয়ে দেওয়া হয়েছে। আইন আরও সরলীকরণ এবং সম্পৃক্ত করা হয়েছে। অনেক বিধান বাদ দেওয়া হয়েছে। এতে আইন এতটাই সহজ হয়ে যাবে যে আর চাটার্ড অ্যাকাউন্টেন্টকে টাকা দিতে হবে না। নিজেরাই হিসাব করে নিতে পারবেন।
জানা গিয়েছে, নতুন আয়কর বিলে কর্তৃপক্ষ অর্থাৎ আয়কর বিভাগকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়নি। আয় এবং করের হিসাবও অনেকটা সহজ করা হয়েছে। জনগণের থেকে প্রতিটি টাকার হিসাব থাকবে। সংসদের অনুমতি নিয়েই আয়কর নেওয়া হবে।
বাজেট পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন শীঘ্রই নতুন আয়কর বিল আসতে চলেছে। এই বিলে আয়কর আইন আরও সরলীকরণ করা হয়েছে। এবার কেন্দ্রীয় সূত্রেও জানা গেল, নতুন আয়কর বিলে সম্পূর্ণ জোর দেওয়া হয়েছে আইনের সরলীকরণ, স্বচ্ছতার উপর। এমনভাবে আইন তৈরি করা হয়েছে, যাতে সহজেই সকলে বুঝতে পারেন। এর জন্য সহজ ভাষা, ছোট বাক্য লেখা হয়েছে। অতিরিক্ত শব্দ বর্জন করা হয়েছে।
