AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Income Tax: কোথায় ঘুরবেন, কী কিনবেন? এবার সবেতেই নজরদারি চালাতে পারে আয়কর বিভাগ

Income Tax: বর্তমান সময়ে মানুষের মধ্যে বিলাসবহুল জুতো, ফোন কেনার প্রবণতা বেড়েছে। নতুন ITR ফর্মে সেগুলির জন্যও থাকবে নির্দিষ্ট একটি ক্ষেত্র। যেখানে আয়কর প্রদানকারীকে জানাতে হবে, নতুন কোনও ব্যয়বহুল পণ্য তিনি কিনেছেন কিনা

Income Tax: কোথায় ঘুরবেন, কী কিনবেন? এবার সবেতেই নজরদারি চালাতে পারে আয়কর বিভাগ
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 29, 2025 | 3:11 PM
Share

নয়াদিল্লি: খোলনলচে বদলে ফেলবে আয়কর বিভাগ। প্রতিবছরই দেশের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশের অধিক মানুষ আয়কর ভরেন। যার জন্য তাদেরকে ফাইল করতে হয় ITR। এই ITR-এর মাধ্যমেই দেশের জনগণের আয়-ব্য়য়ের উপর নজর রাখে কেন্দ্র সরকার। যাতে কেউ হিসাব বহির্ভূত কাজ করছে কিনা সেই দিকে নজর রাখা যায়। তবে এবার সেই ITR ফাইল করার জন্য ব্যবহৃত ফর্মের খোলনলচে বদলে ফেলবে কেন্দ্র সরকার।

কী নতুন বদল আসছে?

ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, নতুন আইটিআর ফর্মগুলিতে কর ছাড়া, ত্রাণ সম্পর্কিত বিষয়ে আয়কর প্রদানকারীকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। এমনকি, তিনি বছরে কতবার বিলাসবহুল জায়গায় ছুটি কাটাতে যান, সেই নিয়ে পর্যাপ্ত তথ্য প্রদান করতে হবে।

পাশাপাশি, AIS তথ্য বা All Information Statement-ও এবার থেকে ITR ফর্মে বিস্তারিত ভাবে তুলে ধরতে হবে আয়কর প্রদানকারীকে। এই AIS তথ্য বলতে বোঝায়, সারা বছর একজন ব্যক্তি কত টাকা আয় করলেন, কত টাকা জমালেন, তার ব্যাঙ্কে কত টাকা রয়েছে, তিনি শেয়ারে বিনিয়োগ করেন কিনা, করলেও সেখানে কত লাভ হল ইত্যাদি।

বর্তমান সময়ে মানুষের মধ্যে বিলাসবহুল জুতো, ফোন কেনার প্রবণতা বেড়েছে। নতুন ITR ফর্মে সেগুলির জন্যও থাকবে নির্দিষ্ট একটি ক্ষেত্র। যেখানে আয়কর প্রদানকারীকে জানাতে হবে, নতুন কোনও ব্যয়বহুল পণ্য তিনি কিনেছেন কিনা।

কিন্তু কবে থেকে চালু হবে এই নতুন আইটিআর ফর্ম?

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এই নতুন ফর্ম তৈরি নিয়ে আলোচনা এখনও চলছে। তাই এই বছর আপাতত চালু হচ্ছে ITR-এর নতুন ফর্মের যাত্রা। তবে আগামী আর্থিক বছর থেকে সম্পূর্ণ নতুন আইটিআর ফর্ম কার্যকর করা হতে পারে বলেই খবর।