Share Market News: একটু উঠেছিল, আজ ফের পড়ল সেনসেক্স, বিনিয়োগ হারাচ্ছে চিনও!
Indian Share Market: হুড়মুড়িয়ে পড়ছে ভারতের শেয়ার বাজার। পড়েছে বিএসই সেনসেক্স, নিফটি ৫০। আজ পড়েছে চিনা সূচক হ্যাংসেংও।

পরপর দু’দিন একটু আশার আলো দেখলেও আজ আবার পড়ল বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স। সঙ্গে পড়েছে নিফটি ৫০-ও। চিনের সূচক হ্যাংসেংও পড়েছে আজ।
যদিও ভারতের বাজারে একাধিক সংস্থার শেয়ারের দাম পতন অব্যহত। ক্রমাগত পড়ছে বন্ধন ব্যাঙ্ক, টাটা মোটরস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, সানোফি ইন্ডিয়া, আরভিএনএল।
আজ বাড়ল যারা:
আজ কোনও সংস্থা আপার সার্কিট হিট না করলেও সর্বোচ্চ ১৯.৯৪ শতাংশ বেড়েছে জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড। এ ছাড়াও বেড়েছে হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি, মাহেশ্বরী লজিস্টিক্স, ইকিও লাইটিং, গোকুল রিফলিস অ্যান্ড সলভেন্টের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
যদিও আজ কোনও সংস্থাই লোয়ার সার্কিট হিট করেনি। ১৪.৭৮ শতাংশ পড়েছে সাইবার মিডিয়া। এ ছাড়াও পড়েছে সুন্দরম ক্লায়টন, উইলিয়ামসন মাগর অ্যান্ড কো, মনোরমা ইন্ডাস্ট্রিজ ও এমআরও-টেক রিয়েলিটির শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল পাওয়ার ফাইন্যান্স কর্প। শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ২ টাকা ৪৪ পয়সা ডিভিডেন্ড দিল ইন্টারন্যাশনাল গেমল।
- ১:১০ অনুপাতে স্প্লিট হল আরডিবি ইনফ্রা অ্যান্ড পাওয়ার।
- ১:৪ অনুপাতে বোনাস ছিল জিন্দাল ওয়ার্ল্ডওয়াইড।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে আনসাল প্রপার্টিজ, ফোসেকো ইন্ডিয়া, রানা সুগার্স ও ইন্টারন্যাশনাল গেমল।
*২৮ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
