AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan ধরাশায়ী, তারপরই চড়চড়িয়ে বাড়ল Nifty, Sensex! পায়ের নীচের মাটি যে শক্তই রয়েছে, দেখিয়ে দিল ভারত!

Share Market: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। আর অবস্থার উন্নতি দেখাচ্ছে ভারতের শেয়ার বাজারও। সকাল সকাল লাফিয়ে বেড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক Nifty 50 ও Sensex।

Pakistan ধরাশায়ী, তারপরই চড়চড়িয়ে বাড়ল Nifty, Sensex! পায়ের নীচের মাটি যে শক্তই রয়েছে, দেখিয়ে দিল ভারত!
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: May 18, 2025 | 6:43 PM

গত পরশুই সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। তারপর পাকিস্তান একটু বেগড়বাঁই করলেও, পরিণত মনোভাব দেখিয়েছে ভারত। অন্যদিকে, আজ ভারত ও পাকিস্তান, দু’পক্ষের মধ্যে ডিজিএমও লেভেলের বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের পর উত্তেজনা পরিস্থিতির উন্নতির আশা দেখেছন বিশেষজ্ঞরা।

আর এদিকে আশা দেখাচ্ছে ভারতের শেয়ার বাজারও। সকাল ১০টা ২০-এর মধ্যে ভারতের দুই বেঞ্চমার্ক সূচকও বেড়েছে লাফিয়ে। ৭০৪ পয়েন্ট বেড়েছে বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স বেড়েছে ২,২৫৮ পয়েন্ট।

বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগোর প্যারেন্ট কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারের দাম বেড়েছে ৬.৯০ শতাংশ। ৬ শতাংশের বেশি দাম বেড়েছে আদানি গ্রিন এনার্জি, আদানি এন্টারপ্রাইজ ও আদানি পাওয়ারের শেয়ারের দাম। ৮.৬০ শতাংশ দাম বেড়েছে রেল বিকাশ নিগমের শেয়ারের দাম। ৭.৩৭ শতাংশ বেড়েছে সুজলন এনার্জির শেয়ারের দাম। প্রায় ১০ শতাংশ দাম বেড়েছে এইচএফসিএল-এর শেয়ারেরও।

তবে, বাজারের এই বৃদ্ধির দিনেও সামান্য পড়েছে সান ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে সেই শেয়ারের দামও। ফলে, দিনের শুরু দেখলে বলা যায়, ১২ মে দিনটা ভারতের শেয়ার বাজারের জন্য বেশ ভাল যেতে পারে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।