India Post Advanced Technology: ৫ হাজার ৮০০ কোটি টাকা খরচ করে বদলে ফেলা হচ্ছে ডাক বিভাগের খোলনলচে
India Post 5,800 Crore New Technology: যা বদলে ফেলতেই এই নয়া বিনিয়োগ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। এর মাধ্যমে মোবাইল দিয়ে ডাক বিভাগের বহু কাজ করে ফেলতে পারবেন গ্রাহকরা। কমবে অপারেশনাল খরচও।

নয়াদিল্লি: বদলে যাবে ভারতীয় পোস্ট অফিসের খোলনলচে। ৫ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় করে চলবে উন্নয়ন কাজ। দেশের ‘শত-প্রাচীন’ ডাক বিভাগ হয়ে যাবে অত্যাধুনিক। মঙ্গলবার সেই ঘোষণাটাই করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানান, “ভারতের ডিজিটাল যাত্রায় আরও একটি সংযোজন করতে চলেছে কেন্দ্রীয় সংস্কার। বদলে যাবে ডাক বিভাগের রূপ। হয়ে উঠবে আরও অত্যাধুনিক। আইটি ২.০ প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ডাক বিভাগের অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজির কাজে মোট ৫ হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।”
কিন্তু এত টাকা বিনিয়োগের মাধ্যমে সাধারণের কি লাভ হবে? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, এবার থেকে ডিজিটাল হয়ে উঠবে ভারতীয় ডাক বিভাগ। এমনকি, ডাক বিভাগের সঙ্গে জুড়ে ইউপিআই পেমেন্ট সিস্টেম। যা গ্রাহকদেরই দিন শেষে ফায়দা দেবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ভারতীয় ডাক ব্যবস্থায় UPI পেমেন্ট এই প্রথম নয়। আগে থেকেই রয়েছে। তবে অনেকটাই সীমাবদ্ধ। যা বদলে ফেলতেই এই নয়া বিনিয়োগ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। এর মাধ্যমে মোবাইল দিয়ে ডাক বিভাগের বহু কাজ করে ফেলতে পারবেন গ্রাহকরা। কমবে অপারেশনাল খরচও।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আধুনিকীকরণের কাজ শেষ হলেই যে দেশের প্রতিটি ডাক অফিসে এই নতুন সিস্টেম চালু হয়ে যাবে এমনটা নয়। সম্প্রতিই কর্নাটকে সাময়িক ভাবে কয়েকটি ডাক বিভাগে এই আধুনিকীকরণ সংক্রান্ত পরীক্ষা চলেছে। যা সফলও হয়েছে। আশা করা যায়, অগস্ট মাসের শেষের মধ্যে এই নতুন প্রকল্পের কাজ দেশের কমপক্ষে ১ লক্ষ ৭০ হাজার পোস্ট অফিসে শুরু হয়ে যাবে।

