India Vs China: ড্রাগনের দর্পচূর্ণ, চিনকে সরিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা এখন ভারতেরই?
Indian Air Force: আসলে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট বা WDMMA-এর সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী বদলে গিয়েছে এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য। চিনকে সরিয়ে দিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী এখন রয়েছে ভারতেরই।

বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, সামরিক সমস্যার মধ্যে গোটা পৃথিবীর নজর হঠাৎই ঘুরে গেল এশিয়ার দিকে। কারণ? আসলে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট বা WDMMA-এর সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী বদলে গিয়েছে এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য। চিনকে সরিয়ে দিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী এখন রয়েছে ভারতেরই। যদিও এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা ও রাশিয়া।
এই র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ কেন?
ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্ট শুধুমাত্র বিমানের সংখ্যা বিচার করে না। একটি বিমানবাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা ক্ষমতা সেই বাহিনী কতটা আধুনিক, সেই বাহিনীর লজিস্টিক সাপোর্টের উপর ভিত্তি করে তারা এই র্যাঙ্কিংয়ের বিচার করে। আর তারপর তারা একটি ‘ট্রু ভ্যালু রেটিং’ দেয়। আর এই তালিকায় ভারতের রেটিং ৬৯.৪ ও চিনের ৫৮.১।
ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে ১ হাজার ৭১৬টি এয়ারক্র্যাফট। আর এখানেই রয়েছে একটি ভারসাম্যপূর্ণ মিশ্রণ। এই এয়ারক্র্যাফটের মধ্যে রয়েছে ৩১.৬ শতাংশ ফাইটার জেট। সম্প্রতি কাশ্মীরে ‘অপারেশন সিঁদুরে’র সাফল্য ভারতীয় বায়ুসেনার আক্রমণ করার সক্ষমতাও প্রমাণ করেছে।
মিশে গিয়েছে বাংলাও!
এই র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে চলে আসা শুধুমাত্র দেশের একটা গর্বের বিষয়, এমন নয়। এর কৌশলগত গুরুত্বও রয়েছে। চিনা আগ্রাসনের মোকাবিলা করতে ভারতের প্রয়োজনীয় যে এয়ার বেস, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটো রয়েছে পশ্চিমবঙ্গে। একটি রয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় আর অন্যটি রয়েছে আলুপুরদুয়ারের হাসিমারায়। এর মধ্যে হাসিমারায় রয়েছে রাফাল স্কোয়াড্রন। আর পূর্ব ভারতের য়াকাশ সুরক্ষিত রাখতে বা শিলিগুড়ি করিডোরকে সমস্যাহীন রাখতে এই দুই বায়ুসেনা ঘাঁটির ভূমিকা অপরিসীম।
ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের তালিকায় আমেরিকার ট্রু ভ্যালু রেটিং ২৪২.৯। তবে, এশিয়ার শক্তির সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে তার প্রমাণ ভারতের এই উত্থান। আগামী দিনে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় বায়ুসেনার ভূমিকা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
