Indian Armed Forces: ৪ হাজার ৬৬৬ কোটির চুক্তি, মারণ ক্ষমতা কতটা বাড়ল সেনাবাহিনীর?
Indian Navy, Indian Air Force: স্থল যুদ্ধের নতুন হাতিয়ার সেনা ও নৌবাহিনীর জন্য আসছে ৪.২৫ লক্ষ আধুনিক কার্বাইন। মোট খরচ ২,৭৭০ কোটি টাকা। ভারত ফোর্জ ও পিএলআর সিস্টেমস এই অস্ত্রগুলি তৈরি করবে। পুরনো আমলের কার্বাইন এবার বিদায় নেবে। শহুরে যুদ্ধ হোক বা জঙ্গিদমন অপারেশন—নতুন এই কার্বাইন হবে সৈনিকদের অন্যতম শক্তি।

বছর শেষ হওয়ার ঠিক আগেই বড় চমক দিল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। ৪ হাজার ৬৬৬ কোটি টাকার দুটি মেগা চুক্তি সই হলো। এর লক্ষ্য একটাই, ভারতীয় সেনা ও নৌবাহিনীর ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া।
স্থল যুদ্ধের নতুন হাতিয়ার
ভারতীয় সেনা ও নৌবাহিনীর জন্য আসছে ৪ লক্ষ ২৫ হাজার আধুনিক কার্বাইন। মোট খরচ ২ হাজার ৭৭০ কোটি টাকা। ভারত ফোর্জ ও পিএলআর সিস্টেমস এই অস্ত্রগুলি তৈরি করবে। পুরনো আমলের কার্বাইন এবার বিদায় নেবে। শহুরে যুদ্ধ হোক বা জঙ্গিদমন অপারেশন—নতুন এই কার্বাইন হবে সৈনিকদের অন্যতম শক্তি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে সরাসরি লাভবান হবে ভারতীয় তামা শিল্প ও ক্ষুদ্র শিল্প বা MSME।
সমুদ্রের নিচে ‘সারপ্রাইজ অ্যাটাক’
নৌবাহিনীর কালভরি ক্লাসের সাবমেরিনগুলি আরও ভয়ংকর হচ্ছে। ১ হাজার ৮৯৬ কোটি টাকায় ইতালির সংস্থা থেকে কেনা হচ্ছে ৪৮টি হেভি ওয়েট টর্পেডো। সাবমেরিন থেকে নিখুঁত নিশানায় শত্রুপক্ষকে ধ্বংস করতে এই টর্পেডোর জুড়ি মেলা ভার। ২০২৮ সাল থেকে এর ডেলিভারি শুরু হবে।
ভারতের এই বিশাল বিনিয়োগ কেবল সমরাস্ত্র কেনা নয়। এটি আদতে ‘আত্মনির্ভর ভারত’-এর বড় বিজ্ঞাপন। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে বছরের শেষবেলায় এর চেয়ে বড় খবর আর কী হতে পারে?
