নামমাত্র মূল্যে ৪ রাজ্য ঘোরাবে IRCTC, Varanasi থেকে Ram Mandir ঘুরে আসুন এখনই!
Indian Railway Catering and Tourism Corporation: ৬ দিন ৫ রাতের এই প্যাকেজ কিন্তু এই মুহূর্তে দেশের সেই মানুষদের কাছে খুবই কার্যকরী যাঁরা একবার বেরিয়েই একাধিক তীর্থক্ষেত্র দর্শন করতে চান। কিন্তু খরচ কত?

তীর্থযাত্রী বা বাড়ির একটু বয়স্ক সদস্যদের জন্য এবার একটা দারুণ খবর নিয়ে এল ভারতীয় রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC নিয়ে এক বিশেষ প্যাকেজ ট্যুর। উত্তর ভারতের বারাণসী বা কাশী, প্রয়াগরাজ বা এলাহাবাদ, অযোধ্যা ও বুদ্ধগয়ার মতো ৪টে জায়গা ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে নতুন এই প্যাকেজে।
খরচ কেমন?
এই আধ্যাত্মিক ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘হোলি কাশী’। ৬ দিন ৫ রাতের এই প্যাকেজ কিন্তু এই মুহূর্তে দেশের সেই মানুষদের কাছে খুবই কার্যকরী যাঁরা একবার বেরিয়েই একাধিক তীর্থক্ষেত্র দর্শন করতে চান। কিন্তু খরচ কত? দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আইআরসিটিসি এই প্যাকেজের দাম রেখেছে মাত্র ৩৯ হাজার ৭৫০ টাকা।
কী কী দেখবেন?
- বারাণসী (কাশী): দেশের আধ্যাত্মিকতার রাজধানী বলা যায় বারাণসীকে। এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন, সন্ধ্যায় গঙ্গা আরতি এবং ভোর বেলা নৌকাবিহারের ব্যবস্থা রয়েছে।
- প্রয়াগরাজ (এলাহাবাদ): প্রয়াগরাজেরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এখানে গঙ্গা, যমুনা ও পৌঁরাণিক সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেনী সঙ্গম দর্শন করানো হবে।
- অযোধ্যা: সদ্য-নির্মিত রাম মন্দির এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ। রামায়ণ সম্পর্কিত অন্যান্য মন্দিরেও নিয়ে যাওয়া হবে এই প্যাকেজের মধ্যে।
- বুদ্ধ গয়া: এই স্থান বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এখানেই গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নীচে জ্ঞান লাভ করেন। এখানের মহাবোধি মন্দির কমপ্লেক্সে সময় কাটানোর সুযোগ মিলবে।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে বিমান ভাড়া, হোটেলে থাকা, স্থানীয় গাড়ির মাধ্যমে ঘোরা এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলিতে দর্শন টিকিটের খরচ। ফলে, একেবারে নিশ্চিন্তে এই প্যাকেজ বুকিং করা যেতেই পারে। কোয়েম্বাটোর থেকে একটি নির্দিষ্ট রুটের যাত্রা শুরু হচ্ছে এই বছরের ১৮ নভেম্বর।
দরকারি তথ্য:
এই ভ্রমণ প্যাকেজ শুরু হচ্ছে ৩৯ হাজার ৭৫০ টাকা থেকে। তবে আপনি কোথা থেকে ট্রেনে উঠছেন, বা কোন ধরনের হোটেলে থাকছেন তার উপর নির্ভর করে এই দামে কিছুটা বদল আসতে পারে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই প্যাকেজ বুকিং হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। ফলে, এই যাত্রার অংশ হতে চাইলে খুব তাড়াতাড়ি আইআরসিটিসির ওয়েবসাইটে ষুকে নিজের সিট বুক করুন। বুকিংয়ের আগে সমস্ত শর্ত, খাবার আর বুকিং বাতিক করার সব নিয়মকানুন অবশ্যই ভাল করে পড়ে নেবেন।
