AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways Rules: ১০ মিনিটের মধ্যে বসতে হবে সিটে, নাহলেই টিকিট ক্যানসেল, নতুন নিয়ম রেলের

Indian Railways: রেলের নতুন নিয়ম অনুযায়ী, যদি আপনি নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে মুশকিলে পড়তে হতে পারে। কারণ, নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট অপেক্ষা করবেন। তারপরও যদি আপনি নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আপনার আসনটিকে 'আনঅকুপাইড' হিসেবে চিহ্নিত করে ফেলতে পারেন।

Railways Rules: ১০ মিনিটের মধ্যে বসতে হবে সিটে, নাহলেই টিকিট ক্যানসেল, নতুন নিয়ম রেলের
ট্রেনের ফাঁকা আসন (ফাইল ছবি)Image Credit: TV9 Network
| Updated on: Jan 27, 2024 | 11:12 AM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাচ্ছেন? বার্থ রিজার্ভ করে নিয়েছেন? ভাবছেন এবার নিশ্চিন্ত, যে কোনও স্টেশন থেকে ট্রেনে উঠলেই হবে? সে সব দিন এবার শেষ হতে চলেছে। একেবারে ঘড়ি ধরে সময় বেঁধে দিচ্ছে রেল। যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের ১০ মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতে হবে। নাহলে আপনার বুকিং ক্যানসেল হয়ে যেতে পারে। এবার এরকমই নিয়মের কড়াকড়ি আনছে রেল।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যেই একটা খারাপ অভ্যেস রয়ে গিয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন, কিন্তু ট্রেনে চাপছেন দু’তিনটে হল্ট পেরিয়ে যাওয়ার পর। উদাহরণ হিসেবে যেমন ধরা যেতে পারে, কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন। কিন্তু ট্রেনে উঠলেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনও স্টেশন থেকে ট্রেনে উঠলেন। এই ধরনের অভ্যেস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়। কিন্তু রেলের নতুন নিয়ম বলে দিচ্ছে, এই অভ্যেস এবার বদলাতে হবে।

রেলের নতুন নিয়ম অনুযায়ী, যদি আপনি নির্দিষ্ট সময়ের ১০ মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে মুশকিলে পড়তে হতে পারে। কারণ, নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক ১০ মিনিট অপেক্ষা করবেন। তারপরও যদি আপনি নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আপনার আসনটিকে ‘আনঅকুপাইড’ হিসেবে চিহ্নিত করে ফেলতে পারেন।

দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রীই টিকিটে নির্দিষ্ট করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনও স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিটটিতে যাত্রী আছেন বা কোন সিটটি ফাঁকা যাচ্ছে, সেটি চিহ্নিত করতে সমস্যা হত টিকিট পরীক্ষকদের। সেই কারণেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রেলের তরফে।